TRENDING:

Kabab On Wheels: ঘরের সামনে গাড়িতে ঘুরছে কাবাব-মোমো! মাত্র ২৯ টাকায় দারুণ স্বাদ হাতে মুঠোয়ে

Last Updated:

আপনি কি এমন কোনও গল্প শুনেছেন যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর রান্নার প্রতি প্যাশন একসাথে মিশে তৈরি করেছে একটা স্বপ্নের ঠিকানা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আপনি কীএমন কোনও গল্প শুনেছেন যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর রান্নার প্রতি প্যাশন একসঙ্গে মিশে তৈরি করেছে একটা স্বপ্নের ঠিকানা। এটা ছন্দা মন্ডল আর মনীষা মাল দুই রান্নাপ্রেমী বন্ধুর গল্প। ছন্দা দেবী দীর্ঘদিন কর্পোরেট সংস্থায় কাজ করেছেন, আর সেখানেই পরিচয় মনীষা দেবীর সঙ্গে।
advertisement

সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় বন্ধুত্বে। দুজনে একসঙ্গেহলে চলত ঘন্টার পর ঘন্টা রেসিপির গল্প, নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট। নিজেদের হাতে তৈরি করা নানা স্বাদের খাবার দিয়ে একে অপরকে চমকে দিতে ভালবাসতেন। আর সেখান থেকেই জন্ম নেয় ‘গালৌটি অন হুইলস’। লখনৌর বিখ্যাত গালৌটি কাবাবের নাম থেকেই এই স্ট্রিট ফুড স্টলের নাম।এখন আর এই নবাবি স্বাদ পেতে আপনাকে লখনৌ যেতে হবে না চলে আসুন কামালগাজি বাইপাসে, রক্ষা কালী মন্দিরের পাশে ঢালাই ব্রীজ থেকে নামলেই চোখে পড়বে এই ছোট্ট কিন্তু মন ছুঁয়ে যাওয়া খাবারের স্টল।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

চিকেন চাপলি, মটন চাপলি, টিক্কা চিকেন, আচারি কাবাব, বাটার চিকেন, হরিয়ালী চিকেন, মোমো আরও কত কী দাম মাত্র ২৯ টাকা থেকে শুরু, আর সবথেকে দামি আইটেমও মাত্র ১৪৯ টাকা। রান্না হয় প্রতিদিন, তাজা উপকরণে। ব্যবহার হয় সেরা মানের মশলা।

advertisement

View More

আরও পড়ুনGuess The Celebrity: কম বয়সে চেহারা অনেকটা ভারী! নায়িকার থেকে ছোট হয়েও তাঁর মায়ের ভূমিকায় অভিনেত্রী

খাবার পরিবেশন হয় পরিবেশবান্ধব প্লেটে একদম স্বাস্থ্যসচেতন ভাবনায়। গালৌটি অন হুইলস এখানে শুধু খাবার নয়, প্রত্যেক পদে মেশানো থাকে ভালোবাসা আর বন্ধুত্বের গল্প। আর প্রতি সন্ধেয় এই স্টলে ভিড় জমান খাদ্যরসিকরা।

সুমন সাহা

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kabab On Wheels: ঘরের সামনে গাড়িতে ঘুরছে কাবাব-মোমো! মাত্র ২৯ টাকায় দারুণ স্বাদ হাতে মুঠোয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল