TRENDING:

Kalipuja 2024: ২১৪ বছর ধরে পুজো হচ্ছে মা বনকালীর! মায়ের দর্শনেই যা চাইবেন, তাই পাবেন, জানুন অজানা কাহিনি

Last Updated:

Kalipuja 2024: নিরাকার রূপে পূজিত হন বেলতলা কালী! এক অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে এই পুজোয়, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া :  ২১৪ বছর ধরে খোলা আকাশের নিচেই পূজিত হয়ে আসছে পুরুলিয়া বরাবাজারের বেলতলা কালী মেলার মা কালী। এখানে মা কালী পুজিত হন নিরাকার রূপে। নেই মন্দিরের কোনও আচ্ছাদন। চারিদিক গাছ গাছালিতে মোড়া, বেদির উপরে মায়ের পুজো হয় এখানে। দীর্ঘ ২১৪ বছর ধরে মন্দিরের প্রতিষ্ঠিত ঘটের ওপরে মাটির তৈরি ছোট ছোট ঘোড়া ও হাতি দিয়ে থাকেন ভক্তরা। এইভাবে পূজিত হন বলরামপুরের মা। বহু দূর দুরান্ত থেকে ভক্তরা নিজেদের মনবাসনা জানাতেই ছুটে আসেন মায়ের মন্দিরে। কথিত আছে কোনও ভক্ত যদি এই মন্দিরে মায়ের কাছে মন থেকে কিছু চেয়ে থাকেন ভক্তের সেই মনোবাসনা পূরণ করেন মা বন কালী।
advertisement

এ বিষয়ে মন্দিরের পূজারী বিমল মিশ্র বলেন , ২১৪ বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। এখানে মন্দির করার নির্দেশ নেই তাই খোলা আকাশের নিচেই পুজো হয়। মানুষের আস্থা বিশ্বাস ভক্তি থেকে এখানে ভক্তরা ছুটে আসেন। ‌ এ বিষয়ে গ্রামেরই এক বাসিন্দা লক্ষ্মী ধীবর বলেন , গ্রামের বাচ্চাদের বকাঝকা করা যায় না। শিশুদের স্নেহ করলে সন্তুষ্ট হন মা কালী।

advertisement

আরও পড়ুন: বাচ্চাদের দেখলেই কামড়ে দিচ্ছে! রান্না ঘর থেকে খাবার নিয়ে পালাচ্ছে! এ কোন বাঁদরের পাল্লায় পড়লেন গ্রামবাসী!

এককালে বলরামপুর রাজ পরিবারের রাজ সিংহাসন নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন। আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর সিংহাসনে বিরাজিত হয়েছিলেন রাজা। তারপরে রাজার ইচ্ছাতেই কালীঘাটের পুরোহিতকে নিয়ে আসা হয়েছিল বলরামপুরে তার হাত ধরেই সূচনা হয়েছিল এই মা কালীর পুজো বলে জানিয়েছেন রাজ পরিবারের সদস্য তথা আইনজীবী বিজয় কুমার সিংহদেও। জেলা পুরুলিয়ায় এমন নানান ঐতিহাসিক কাহিনিতে মোড়া মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম বরাবাজের নামোপাড়া বেলতলা কালী মেলা। ভক্তি ও ভক্তদের আস্থাতেই মায়ের পুজো হচ্ছে ২১৩ বছর ধরে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalipuja 2024: ২১৪ বছর ধরে পুজো হচ্ছে মা বনকালীর! মায়ের দর্শনেই যা চাইবেন, তাই পাবেন, জানুন অজানা কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল