এ বিষয়ে মন্দিরের পূজারী বিমল মিশ্র বলেন , ২১৪ বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। এখানে মন্দির করার নির্দেশ নেই তাই খোলা আকাশের নিচেই পুজো হয়। মানুষের আস্থা বিশ্বাস ভক্তি থেকে এখানে ভক্তরা ছুটে আসেন। এ বিষয়ে গ্রামেরই এক বাসিন্দা লক্ষ্মী ধীবর বলেন , গ্রামের বাচ্চাদের বকাঝকা করা যায় না। শিশুদের স্নেহ করলে সন্তুষ্ট হন মা কালী।
advertisement
এককালে বলরামপুর রাজ পরিবারের রাজ সিংহাসন নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন। আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর সিংহাসনে বিরাজিত হয়েছিলেন রাজা। তারপরে রাজার ইচ্ছাতেই কালীঘাটের পুরোহিতকে নিয়ে আসা হয়েছিল বলরামপুরে তার হাত ধরেই সূচনা হয়েছিল এই মা কালীর পুজো বলে জানিয়েছেন রাজ পরিবারের সদস্য তথা আইনজীবী বিজয় কুমার সিংহদেও। জেলা পুরুলিয়ায় এমন নানান ঐতিহাসিক কাহিনিতে মোড়া মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম বরাবাজের নামোপাড়া বেলতলা কালী মেলা। ভক্তি ও ভক্তদের আস্থাতেই মায়ের পুজো হচ্ছে ২১৩ বছর ধরে।
শর্মিষ্ঠা ব্যানার্জি