Viral News: বাচ্চাদের দেখলেই কামড়ে দিচ্ছে! রান্না ঘর থেকে খাবার নিয়ে পালাচ্ছে! এ কোন বাঁদরের পাল্লায় পড়লেন গ্রামবাসী!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Viral News: প্রায় ১ মাস ধরে ঝাড়গ্রামের লোধাশুলি এলাকায় তাণ্ডব চালাচ্ছে একটি বাচ্চা বাঁদর! বাচ্চা দেখলেই ছুটে এসে কামড়াচ্ছে! নাজেহাল গ্রামবাসী!
ঝাড়গ্রাম : বাচ্চা দেখলেই ছুটে আসছে বাঁদর দিচ্ছে কামড়। এখনওপর্যন্ত ২০ থেকে ২৫ জন বাচ্চাকে বাঁদরটি কামড় দিয়েছে । রান্না ঘরে ঢুকে রুটি বানানোর তাওয়া থেকে রুটি নিয়ে পালিয়ে যাচ্ছে বাঁদর। বাঁদরের তাণ্ডবে নাজেহাল হয়ে গ্রামবাসীরা একাধিকবার বনদফতরের দারস্থ হয়। অবশেষে মঙ্গলবার রাত্রে এলাকার তিনজন বাচ্চাকে পর পর বাঁদরের কামড় দেওয়ায় ক্ষুব্ধ ওঠে এলাকা। মঙ্গলবার রাত্রেই গ্রামবাসীরা দফতরের রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভে প্রদর্শন করে বাঁদরকে ধরার জন্য।
ঘটনাটি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম থানার অন্তর্গত লোধাশুলি গ্রামের ঘটনা। মঙ্গলবার রাতে লোধাশুলি রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানা গিয়েছে, গত একমাস ধরে বাঁদরটি কামড়াচ্ছে শিশুদের। এমনকি বাড়িতে ঢুকে খেয়ে নিচ্ছে খাবার। মঙ্গলবার সন্ধ্যায় তিনজন শিশুকে পরপর কামড় দেয়। তাতে ক্ষুব্ধ হয়ে উঠে মানুষজন। এদিন রাতে লোধাশুলি রেঞ্জ অফিসে গিয়ে বিক্ষোভ দেখান মানুষজন। বন দফতরের পক্ষ থেকে একটি শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
লোধাশুলির রেঞ্জ অফিসার প্রসূন মুখোপাধ্যায় বলেন, “বাঁদরটি অনেকজনকে কামড়েছে। আমরা বাঁদরটিকে ধরার চেষ্টা করছি। কিন্তু খুবই ছোট। ধরা মুশকিল হয়ে যাচ্ছে। খাঁচার সাহায্যে বাঁদরটিকে ধরার প্রক্রিয়া চলছে। খাঁচায় ধরা না পড়লে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। খাঁচাতে বন্দি করা যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এ ব্যাপারে। প্রয়োজনে ট্রাঙ্কুইলাইজ করা হবে”। পরে রেঞ্জ অফিসারের হস্তক্ষেপে সমস্যা মেটে। খাঁচা এনে তোড়জোড় শুরু হয়েছে বাঁদরটিকে ধরার জন্য। জানা গিয়েছে গত এক মাসে প্রায় ২০-২৫ জন শিশু জখম হয়েছে।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: বাচ্চাদের দেখলেই কামড়ে দিচ্ছে! রান্না ঘর থেকে খাবার নিয়ে পালাচ্ছে! এ কোন বাঁদরের পাল্লায় পড়লেন গ্রামবাসী!