TRENDING:

Type II Diabetes : রাতে বেশি ক্ষণ ঘুমোন না? আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে

Last Updated:

Type II Diabetes :ঘুম কম হলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বেশি হয়৷ এর ফলে ইনসুলিন রেজিস্টান্স দেখা দেয় এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে শর্করার মাত্রা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্যান্য সমস্যার পাশাপাশি অপর্যাপ্ত ঘুম থেকে টাইপ টু ডায়াবেটিস (Type II Diabetes)পর্যন্ত হতে পারে৷ দিনভর অপ্রতুল নিদ্রাচক্র টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দেয়৷ স্বাস্থ্যকর খাওয়া, সুষম জীবনযাপনের সঙ্গে যথেষ্ট পরিমাণ ঘুমও প্রয়োজন মেটাবলিক ডিসঅর্ডারকে ঠেকিয়ে রাখার জন্য ৷ ঘুম কম হলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বেশি হয়৷ এর ফলে ইনসুলিন রেজিস্টান্স দেখা দেয় এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে শর্করার মাত্রা৷ স্ট্রেস হরমোনের জেরে খাবার ও পানীয়ের প্রতি আকর্ষণ বেড়ে যায়৷ সব মিলিয়ে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পথ প্রশস্ত হয় (Insomnia and sleeplessness can cause Type II Diabetes )৷
advertisement

আরও পড়ুন : নেটসিরিজে আসক্তি থেকে নিশাচর হয়ে পড়েছেন? এই অভ্যাস পাল্টাতে পারবেন তো?

ঘুম কম হলে শরীরে লেপটিন হরমোনের মাত্রা বেড়ে যায়৷ ফলে কার্বোহাইড্রেটসের প্রতি আকর্ষণও অতিরিক্ত হয়৷ তাই অনিদ্রা রোগে ভুগলে দ্রুত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান৷ গবেষকদের মতে, দৈনিক ৭ ঘণ্টা ঘুম প্রয়োজন৷ কী করে বুঝবেন আপনার ঘুম অপর্যাপ্ত?

advertisement

আরও পড়ুন : এই নিয়মগুলি মেনে চলুন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার ওজন কমবে

# ঘুম কম হলে চিন্তাভাবনার গতি কমে যায়৷ সিদ্ধান্ত নিতে সময় অনেক বেশি লাগে৷

# অনিদ্রায় ভুগলে মনঃসংযোগে সমস্যা হয়৷

# ঘুম না হলে বিঘ্নিত হয় স্মৃতিশক্তিও৷

# সারাদিন কর্মশক্তির অভাব দেখা দেয়৷

# এ ছাড়াও ঘন ঘন মুড পরিবর্তন, উদ্বেগ এবং বিরক্তির অংশ বেড়ে যায়৷

advertisement

এই উপসর্গগুলি দেখা দিলে সতর্কতা নিন৷ চেষ্টা করুন ঘুমের সু্অভ্যাস ফিরিয়ে আনতে৷ প্রতিদিন ঘুমোতে যান একই সময়ে৷ এছাড়াও কিছু উপায়ে অনিদ্রা রোগ দূর করা যায়৷

আরও পড়ুন : গভীর জঙ্গলে দু’টি জিপের মাঝে ৬ টি বাঘ একসঙ্গে! রণদীপ হুডার পোস্ট করা ভিডিও দেখে শিহরিত সোশ্যাল মিডিয়া

# শোওয়ার ঘরের অন্ধকার, শান্ত এবং রিল্যক্সিং রাখুন৷

advertisement

# বৈদ্যুতিন যন্ত্র বিছানা থেকে যত সম্ভব দূরে রাখুন৷

# সারা দিনে কায়িক শ্রম যথেষ্ট করুন৷

# বিছানায় ঘুমোতে যাওয়ার আগে মানসিক প্রশান্তি খুব প্রয়োজন৷

# স্নান করতে না পারলেও ঘুমোতে যাওয়ার আগে অন্তত এক বার গা ধুয়ে নিন৷

# ভাল বই পড়ুন ঘুমনোর আগে

# ক্যাফেইন. নিকোটিন এবং অ্যালকোহল সুনিদ্রায় ব্যাঘাত ঘটায়৷ তাই রাতে ওই তিন উপাদান থেকে দূরে থাকাই শ্রেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

দুপুরের বিশ্রাম হোক স্বল্প৷ দীর্ঘ দিবানিদ্রায় রাতে ঘুম আসতে সমস্যা হয়৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Type II Diabetes : রাতে বেশি ক্ষণ ঘুমোন না? আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল