Viral Video : গভীর জঙ্গলে দু’টি জিপের মাঝে ৬ টি বাঘ একসঙ্গে! রণদীপ হুডার পোস্ট করা ভিডিও দেখে শিহরিত সোশ্যাল মিডিয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ছ’টি বাঘের একসঙ্গে হেঁটে যাওয়ার বিরল দৃশ্য কুর্নিশ আদায় করেছে নেটিজেনদের (6 tigers walking together) ৷ শুক্রবার সকালে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রণদীপ হুডা ৷ সেখানে দেখা যাচ্ছে বনের শুঁড়িপথ বেয়ে এগিয়ে আসছে ছ’টি রয়্যাল বেঙ্গল টাইগার! কবে ভিডিওটি তোলা হয়েছে জানা যায়নি৷ তবে শোনা যাচ্ছে নাগপুরের কাছে আমরেদ-করহান্ডলা অভয়ারণ্যের ভিডিও এটি৷
ভিডিওতে দু’জনের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে৷ তাঁরাও কথা বলছেন এই বিরল ভিডিও নিয়েই৷ প্রসঙ্গত কণ্ঠস্বরের মালিক যাঁরা, তাঁরাই ভিডিও করেছেন৷ তাঁদের গাড়ির পিছন পিছন এগিয়ে আসছিল বাঘের দলটি৷ কিছু ক্ষণ পর বাঘের দলের পিছনে আরও একটি গাড়ি দেখা গেল৷ এ বার দু’টি গাড়ির মাঝে একপাল বাঘ!
Chappar Phad ke ..
Umrer - karhandla VC : WA forward pic.twitter.com/qrQUb4Jk5P — Randeep Hooda (@RandeepHooda) November 19, 2021
advertisement
advertisement
আরও পড়ুন : তরুণের হাতেই বিস্ফোরণ স্মার্টফোনে! জ্বলে উঠল দাউদাউ আগুন, দেখুন রোমহর্ষক ভিডিও
পিছনের জাঙ্গলসাফারির জিপটি দেখে একটি বাঘ চলে গেল দল ছেড়ে৷ ঢুকে পড়ল বনের মধ্যে৷ বাকি পাঁচ জন অবশ্য ওই পথেই এগিয়ে চলল৷ দু’টি জিপ এ বার ধীরে ধীরে এগোতে লাগল৷ মাঝে বাঘের দলের গতিও মন্থর৷ তারাও যেন জরিপ করছে অভয়ারণ্যে আসা দু’ পেয়েদের! দলের প্রধান বাঘটি তো বেশ এগিয়ে এল জিপের দিকে৷ তার পর থেমে গেল৷ শার্দূলবাহিনীকে ওই অবস্থায় রেখেই জিপ এগোতে থাকল৷ ভিডিয়ো শেষ এখানেই৷
advertisement
আরও পড়ুন : আকাশ থেকে নেমে এল বিশালাকার সাপ ! আতঙ্কে জনতা, ভাইরাল ভিডিও শিহরণ জাগাবে
ভিডিওটি ট্যুইটরে শেয়ার করে রণদীপ (Randeep Hooda) লিখেছেন, তিনি সেটি হোয়াটসঅ্যাপে পেয়েছেন৷ এই একই ভিডিয়ো শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পাণ্ডে (Ramesh Randey, Indian Forest Service Officer)৷ তিনি এই ভিডিওর বিশেষ দিকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তাঁর কথায়, বাঘ একা থাকতে ভালবাসে৷ কখনওই সে দল বেঁধে থাকে না৷ এখানে একসঙ্গে এতগুলি বাঘ বেশ অন্যরকমের দৃশ্য বলে মনে করেন তিনি৷
advertisement
আরও পড়ুন : হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও
ট্যুইটারে রমেশ লিখেছেন, ‘‘এটা সত্যি আকর্ষণীয় কিছু ঘটছে৷ সাম্প্রতিক অতীতে আমরা পান্না, পেঞ্চ এবং দুধওয়ায় পাঁচটি বাঘের দল দেখেছি৷ কিন্তু এ বার ছ’টা বাঘ একসঙ্গে সত্যি অবিশ্বাস্য৷’’
This is something really interesting happening. In the recent past we saw groups of 5 tigers in Panna, Pench and Dudhwa and now 6 tigers together is something really incredible. 🐅 🐅 🐅 🐅 🐅 🐅 https://t.co/HaLo4sSJAy
— Ramesh Pandey (@rameshpandeyifs) November 19, 2021
advertisement
বাঘ স্বভাবগত ভাবে একা থাকতে ভালবাসে৷ শাবক-সহ বাঘিনী ছাড়া বাঘ কখনওই দল বেঁধে থাকে না৷ ফলে সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া সাম্প্রতিক ভিডিওটি ট্যুইটারেত্তিরা ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখে ফেলেছেন৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2021 1:57 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : গভীর জঙ্গলে দু’টি জিপের মাঝে ৬ টি বাঘ একসঙ্গে! রণদীপ হুডার পোস্ট করা ভিডিও দেখে শিহরিত সোশ্যাল মিডিয়া