Viral Video : গভীর জঙ্গলে দু’টি জিপের মাঝে ৬ টি বাঘ একসঙ্গে! রণদীপ হুডার পোস্ট করা ভিডিও দেখে শিহরিত সোশ্যাল মিডিয়া

Last Updated:
ছ’টি বাঘের একসঙ্গে হেঁটে যাওয়ার বিরল দৃশ্য কুর্নিশ আদায় করেছে নেটিজেনদের (6 tigers walking together) ৷ শুক্রবার সকালে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রণদীপ হুডা ৷ সেখানে দেখা যাচ্ছে বনের শুঁড়িপথ বেয়ে এগিয়ে আসছে ছ’টি রয়্যাল বেঙ্গল টাইগার! কবে ভিডিওটি তোলা হয়েছে জানা যায়নি৷ তবে শোনা যাচ্ছে নাগপুরের কাছে আমরেদ-করহান্ডলা অভয়ারণ্যের ভিডিও এটি৷
ভিডিওতে দু’জনের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে৷ তাঁরাও কথা বলছেন এই বিরল ভিডিও নিয়েই৷ প্রসঙ্গত কণ্ঠস্বরের মালিক যাঁরা, তাঁরাই ভিডিও করেছেন৷ তাঁদের গাড়ির পিছন পিছন এগিয়ে আসছিল বাঘের দলটি৷ কিছু ক্ষণ পর বাঘের দলের পিছনে আরও একটি গাড়ি দেখা গেল৷ এ বার দু’টি গাড়ির মাঝে একপাল বাঘ!
advertisement
advertisement
আরও পড়ুন : তরুণের হাতেই বিস্ফোরণ স্মার্টফোনে! জ্বলে উঠল দাউদাউ আগুন, দেখুন রোমহর্ষক ভিডিও
পিছনের জাঙ্গলসাফারির জিপটি দেখে একটি বাঘ চলে গেল দল ছেড়ে৷ ঢুকে পড়ল বনের মধ্যে৷ বাকি পাঁচ জন অবশ্য ওই পথেই এগিয়ে চলল৷ দু’টি জিপ এ বার ধীরে ধীরে এগোতে লাগল৷ মাঝে বাঘের দলের গতিও মন্থর৷ তারাও যেন জরিপ করছে অভয়ারণ্যে আসা দু’ পেয়েদের! দলের প্রধান বাঘটি তো বেশ এগিয়ে এল জিপের দিকে৷ তার পর থেমে গেল৷ শার্দূলবাহিনীকে ওই অবস্থায় রেখেই জিপ এগোতে থাকল৷ ভিডিয়ো শেষ এখানেই৷
advertisement
আরও পড়ুন : আকাশ থেকে নেমে এল বিশালাকার সাপ ! আতঙ্কে জনতা, ভাইরাল ভিডিও শিহরণ জাগাবে
ভিডিওটি ট্যুইটরে শেয়ার করে রণদীপ (Randeep Hooda) লিখেছেন, তিনি সেটি হোয়াটসঅ্যাপে পেয়েছেন৷ এই একই ভিডিয়ো শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পাণ্ডে (Ramesh Randey, Indian Forest Service Officer)৷ তিনি এই ভিডিওর বিশেষ দিকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তাঁর কথায়, বাঘ একা থাকতে ভালবাসে৷ কখনওই সে দল বেঁধে থাকে না৷ এখানে একসঙ্গে এতগুলি বাঘ বেশ অন্যরকমের দৃশ্য বলে মনে করেন তিনি৷
advertisement
আরও পড়ুন : হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও
ট্যুইটারে রমেশ লিখেছেন, ‘‘এটা সত্যি আকর্ষণীয় কিছু ঘটছে৷ সাম্প্রতিক অতীতে আমরা পান্না, পেঞ্চ এবং দুধওয়ায় পাঁচটি বাঘের দল দেখেছি৷ কিন্তু এ বার ছ’টা বাঘ একসঙ্গে সত্যি অবিশ্বাস্য৷’’
advertisement
বাঘ স্বভাবগত ভাবে একা থাকতে ভালবাসে৷ শাবক-সহ বাঘিনী ছাড়া বাঘ কখনওই দল বেঁধে থাকে না৷ ফলে সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া সাম্প্রতিক ভিডিওটি ট্যুইটারেত্তিরা ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখে ফেলেছেন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : গভীর জঙ্গলে দু’টি জিপের মাঝে ৬ টি বাঘ একসঙ্গে! রণদীপ হুডার পোস্ট করা ভিডিও দেখে শিহরিত সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement