ভাইরাল ভিডিওটি (Viral Video) দেখে মাথার চুল ভয়ে সোজা হয়ে যাওয়া আশ্চর্য নয়! ইউটিউবে পোস্ট করা ভিডিওটি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের বিভিন্ন মঞ্চে৷ সেখানে দেখা যাচ্ছে, মোবাইল সেট মেরামতির সময় সারাইকর্মীর হাতেই বিস্ফোরণ৷ তার পর দাউ দাউ করে আগুন জ্বলে গেল (smartphone gets blasted)! ঘটনার অভিঘাতে ভয়ে চিৎকার করে ওঠেন ওই তরুণ৷
ভিডিওতে দেখা গিয়েছে, যুবকটি খালি পায়ে বসে বসে মোবাইল সারাচ্ছেন৷ বিস্ফোরণের পর আগুন ধরে উঠতেই তিনি ছুড়ে ফেলে দেন মোবাইল সেট! দোকানের আর এক জম কর্মী ছুটে আসেন তাঁর কাছে৷
এই ঘটনা ঘটেছে গত ৫ নভেম্বর৷ সম্প্রতি ‘ভাইরাল হগ’ ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে৷ ক্যাপশনে বলা হয়েছে, ‘‘কর্মীটি মোবাইল ফোন সারাচ্ছিলেন৷ সে সময় ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ হয়৷ ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হননি৷’’
আরও পড়ুন : প্রাণদায়ী ওষুধ মহার্ঘ্যতম, আপনার সাহায্যই পারে বিরল রোগে আক্রান্ত ১০ মাসের দিয়াকে সুস্থ করে তুলতে
সামাজিক মাধ্যমে এই ভিডিওটি দেখেছেন কয়েক হাজার নেটিজেন৷ অনেকেই এটি দেখে শিহরিত৷ এক জন নেটিজেন লিখেছেন, ‘‘ভাবুন যদি স্মার্টফোনটি তার মালিকের পকেটে বিস্ফোরণে ফেটে পড়ত!’’ তবে তরুণ সারাইকর্মী যে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন, তাতে স্বস্তি পেয়েছেন নেটিজেনরা৷ তাঁর উপস্থিত বু্দ্ধির তারিফ করেছেন সকলে৷ তাঁর ফোন ছুড়ে ফেলার পর্ব নিয়ে নেটিজেদের মন্তব্য, নোংরা তোয়ালে ছুড়ে ফেলে দেওয়ার মতো করেই তিনি ফোন ছুড়ে ফেলে দিয়েছেন!
আরও পড়ুন : আকাশ থেকে নেমে এল বিশালাকার সাপ ! আতঙ্কে জনতা, ভাইরাল ভিডিও শিহরণ জাগাবে
ফোন যেমন বিস্ফোরণের কারণ হয়ে ওঠে, তেমনই অনেক সময় ব্যবহারকারীর প্রাণও বাঁচায়৷ সম্প্রতি ব্রাজিলে ডাকাতদলের গুলিবৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি৷ কিন্তু বুলেটের আঘাত বেশি সহ্য করে তাঁর পাঁচ বছরের পুরনো স্মার্টফোন! ব্যবহারকারীর প্রাণ বাঁচিয়ে অনলাইনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ফোনটি৷
আছে আরও অভিনব ঘটনা৷ সম্প্রতি কেরলের এক ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন-১২৷ কিন্তু ডেলিভারির পর প্যাকেট খুলে তিনি পান বাসন মাজার একটি সাবান এবং ৫ টাকার কয়েন! ফোন কেনার জন্য ৭০ হাজার টাকা দিয়েছিলেন তিনি৷ পরে পুলিশে অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে টাকা ফেরত পান তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video