Shed weight while you sleep : এই নিয়মগুলি মেনে চলুন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার ওজন কমবে

Last Updated:

Shed weight while you sleep : আপনি ঘুমিয়ে থাকলেও আপনার দেহের অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু কাজ করেই যায়৷

ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু রোগা হওয়া যায়-আপাত অসম্ভব এই কথাও কিন্তু সত্যি (Shed weight while you sleep)৷ কারণ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার দেহের অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু কাজ করেই যায়৷ তারা বিশ্রাম নেয় না৷ ফলে শারীরবৃত্তীয় সেই সব কাজে ক্যালরি খরচ হয়৷ ফলে রাতে ঘুম কম হলে মেজাজ তিতকুটে হওয়ার পাশাপাশি আপনার ওজন কম হওয়ার প্রক্রিয়াও বাধা পায় (Rules to shed weight during sleep)৷
আরও পড়ুন : অতীতের ‘বিষ ফল’ এখন গুণের আধার! একাধিক মারণব্যাধিকে দূরে রাখতে খান টমেটো
রাতে পর্যাপ্ত ঘুম না হলে স্ট্রেস লেভেল বেড়ে যায়৷ পাশাপাশি বেড়ে যায় কোর্টিসোল হরমোনও৷ এই হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ায় মাইক্রোবসের উপর নেতিবচক প্রভাব পড়ে৷ তাছাড়া মাইক্রোবসে অসামঞ্জস্য মেটাবলিজম কমিয়ে দেয়৷ রাতে ঘুম কম হলে হাঙ্গার হরমোনের মাত্রাও বিঘ্নিত হয়৷ ফলে ঘন ঘন খিদে পায়৷ জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বেড়ে যায়৷ রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ওজন বৃদ্ধি-সহ অন্যান্য জটিলতা ডেকে আনে৷ সাম্প্রতিক গবেষণায় প্রকাশ, এক রাতে ঘুম কম হলে পরের দিন মেটাবলিজম ধীর গতিতে হয়৷ ফলে ক্যালরি খরচ হওয়ার হার কমে যায় ২০ শতাংশ অবধি৷
advertisement
আরও পড়ুন : ঝকঝকে দাঁত, ছিপছিপে শরীর এবং নীরোগ হৃদযন্ত্রের জন্য শৌখিনীদের পছন্দ ‘বেদানা চা’
সকালের সঙ্গে শরীরচর্চার অনুশীলন করুন রাতেও৷ তাহলে রক্তে শর্করার মাত্রা কমে যায়৷ আরও নিবিড় হয় আপনার রাতের ঘুম৷ খেতে পারেন ক্যাসেইন৷ এই স্লো রিলিজ প্রোটিন ধীরে ধীরে হজম হয় ৮ ঘণ্টারও বেশি সময় ধরে৷ ফলে রাতভর আপনার শরীরে মেটাবলিক ক্রিয়া সচল থাকে৷ ডেয়ারি প্রোটিন খাওয়া হয় সাপ্লেমেন্ট হিসেবে৷ এর সেবনে শরীরে অ্যামিনো অ্যাসিড মুক্ত হয় খুব ধীরে ধীরে৷ ঘুমোতে যাওয়ার আগে এই সাপ্লিমেন্ট খেলে ঘুমের মধ্যে মাসল ব্রেকডাউনের সমস্যা কম হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : ভাল লাগে না বলে চিঁড়ে খান না? জানেন কি অবহেলায় কোন কোন উপকারিতা হারাচ্ছেন?
রাতে শরীরচর্চা করলে তার পর স্নান করুন ঠান্ডা জলে৷ বরফঠান্ডা জলে স্নান করলে শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বার হয়ে যায়৷ ঠান্ডা জলে ৩০ সেকেন্ড ধরে স্নান করলে শরীরে ‘ব্রাউন ফ্যাট’ বেশি নির্গত হয়৷ ঘাড় ও কাঁধের পিছন দিকে এই ব্রাউন ফ্যাট সঞ্চিত থাকে৷ ব্রাউন ফ্যাট সক্রিয় হলে ঘুমের মধ্যে বেশি ক্যালরি খরচ হয়৷
advertisement
মেটাবলিজম বাড়াতে ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ গ্রিন টি-ও জুড়িহীন৷ ৩ কাপ গ্রিন টি পান করলে ৩.৫ শতকরা ক্যালরি বেশি খরচ হয় ঘুমের সময়৷ তাই ঘুমোতে যাওয়ার আগে গ্রিন টি পান করার অভ্যাসও তৈরি করুন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shed weight while you sleep : এই নিয়মগুলি মেনে চলুন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার ওজন কমবে
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement