Shed weight while you sleep : এই নিয়মগুলি মেনে চলুন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার ওজন কমবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Shed weight while you sleep : আপনি ঘুমিয়ে থাকলেও আপনার দেহের অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু কাজ করেই যায়৷
ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু রোগা হওয়া যায়-আপাত অসম্ভব এই কথাও কিন্তু সত্যি (Shed weight while you sleep)৷ কারণ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার দেহের অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু কাজ করেই যায়৷ তারা বিশ্রাম নেয় না৷ ফলে শারীরবৃত্তীয় সেই সব কাজে ক্যালরি খরচ হয়৷ ফলে রাতে ঘুম কম হলে মেজাজ তিতকুটে হওয়ার পাশাপাশি আপনার ওজন কম হওয়ার প্রক্রিয়াও বাধা পায় (Rules to shed weight during sleep)৷
আরও পড়ুন : অতীতের ‘বিষ ফল’ এখন গুণের আধার! একাধিক মারণব্যাধিকে দূরে রাখতে খান টমেটো
রাতে পর্যাপ্ত ঘুম না হলে স্ট্রেস লেভেল বেড়ে যায়৷ পাশাপাশি বেড়ে যায় কোর্টিসোল হরমোনও৷ এই হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ায় মাইক্রোবসের উপর নেতিবচক প্রভাব পড়ে৷ তাছাড়া মাইক্রোবসে অসামঞ্জস্য মেটাবলিজম কমিয়ে দেয়৷ রাতে ঘুম কম হলে হাঙ্গার হরমোনের মাত্রাও বিঘ্নিত হয়৷ ফলে ঘন ঘন খিদে পায়৷ জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বেড়ে যায়৷ রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ওজন বৃদ্ধি-সহ অন্যান্য জটিলতা ডেকে আনে৷ সাম্প্রতিক গবেষণায় প্রকাশ, এক রাতে ঘুম কম হলে পরের দিন মেটাবলিজম ধীর গতিতে হয়৷ ফলে ক্যালরি খরচ হওয়ার হার কমে যায় ২০ শতাংশ অবধি৷
advertisement
আরও পড়ুন : ঝকঝকে দাঁত, ছিপছিপে শরীর এবং নীরোগ হৃদযন্ত্রের জন্য শৌখিনীদের পছন্দ ‘বেদানা চা’
সকালের সঙ্গে শরীরচর্চার অনুশীলন করুন রাতেও৷ তাহলে রক্তে শর্করার মাত্রা কমে যায়৷ আরও নিবিড় হয় আপনার রাতের ঘুম৷ খেতে পারেন ক্যাসেইন৷ এই স্লো রিলিজ প্রোটিন ধীরে ধীরে হজম হয় ৮ ঘণ্টারও বেশি সময় ধরে৷ ফলে রাতভর আপনার শরীরে মেটাবলিক ক্রিয়া সচল থাকে৷ ডেয়ারি প্রোটিন খাওয়া হয় সাপ্লেমেন্ট হিসেবে৷ এর সেবনে শরীরে অ্যামিনো অ্যাসিড মুক্ত হয় খুব ধীরে ধীরে৷ ঘুমোতে যাওয়ার আগে এই সাপ্লিমেন্ট খেলে ঘুমের মধ্যে মাসল ব্রেকডাউনের সমস্যা কম হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : ভাল লাগে না বলে চিঁড়ে খান না? জানেন কি অবহেলায় কোন কোন উপকারিতা হারাচ্ছেন?
রাতে শরীরচর্চা করলে তার পর স্নান করুন ঠান্ডা জলে৷ বরফঠান্ডা জলে স্নান করলে শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বার হয়ে যায়৷ ঠান্ডা জলে ৩০ সেকেন্ড ধরে স্নান করলে শরীরে ‘ব্রাউন ফ্যাট’ বেশি নির্গত হয়৷ ঘাড় ও কাঁধের পিছন দিকে এই ব্রাউন ফ্যাট সঞ্চিত থাকে৷ ব্রাউন ফ্যাট সক্রিয় হলে ঘুমের মধ্যে বেশি ক্যালরি খরচ হয়৷
advertisement
মেটাবলিজম বাড়াতে ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ গ্রিন টি-ও জুড়িহীন৷ ৩ কাপ গ্রিন টি পান করলে ৩.৫ শতকরা ক্যালরি বেশি খরচ হয় ঘুমের সময়৷ তাই ঘুমোতে যাওয়ার আগে গ্রিন টি পান করার অভ্যাসও তৈরি করুন৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2021 5:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shed weight while you sleep : এই নিয়মগুলি মেনে চলুন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনার ওজন কমবে