Pomegranate Tea : ঝকঝকে দাঁত, ছিপছিপে শরীর এবং নীরোগ হৃদযন্ত্রের জন্য শৌখিনীদের পছন্দ ‘বেদানা চা’

Last Updated:

নিত্যনতুন স্বাদপরীক্ষা বাজারে এনেছে পমেগ্র্যানাট টি বা বেদানা-চা’ও (Pomegranate Tea )

চায়ের প্রসঙ্গ এলেই আমরা গুরুত্ব দিই স্বাদের প্রসঙ্গ৷ যে চায়ের স্বাদ ভাল লাগে, সেটাই অঙ্গ হয়ে যায় দৈনিক জীবনের৷ কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, চায়ের সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যও৷ বরং, সঠিক গুণমানের চা পান করলে বজায় থাকে স্বাদ ও স্বাস্থ্য, দুই-ই৷
হালফিলের চা শৌখিনীদের পছন্দের তালিকায় আছে হোয়াইট টি, ক্যামোমাইল টি, হিবিসকাস টি-সহ আরও অনেক কিছু৷ নিত্যনতুন স্বাদপরীক্ষা বাজারে এনেছে পমেগ্র্যানাট টি বা বেদানা-চা’ও (Pomegranate Tea )৷
আরও পড়ুন : ভাল লাগে না বলে চিঁড়ে খান না? জানেন কি অবহেলায় কোন কোন উপকারিতা হারাচ্ছেন?
শুকিয়ে গুঁড়ো করে নেওয়া বেদানার বীজ, বেদানার ফুল দিয়ে সাধারণত এই চা তৈরি হয়৷ অনলাইন বিভিন্ন জায়গা থেকে বেদানা সুরভিত চা কিনতেই পারেন৷ না পেলেও ক্ষতি নেই৷ হোয়াইট টি, গ্রিন টি বা হার্বাল টি-এর সঙ্গে মিশিয়ে নিন বেদানার রস কয়েক ফোঁটা৷ আপনার বেদানা-চা তৈরি৷
advertisement
advertisement
অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন সি-এর মতো উপাদানে ভরা পমেগ্র্যানাট টি-এ ক্যাফেইন থাকে না৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করতেই পারেন এই চা৷
আরও পড়ুন : ঘিয়ের পাকে অপূর্ব স্বাদগন্ধ, বাড়িতে খুব সহজেই তৈরি করুন ‘কড়া প্রসাদ’
অ্যান্টি অক্সিড্যান্টের জন্য বেদানা চা আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ ত্বক ঝলমল করে এই চায়ের গুণগত প্রভাবে৷
advertisement
বেদানা চা নিয়মিত পান করার ফলে মেটাবলিজমের হার বেড়ে যায় অনেকটাই৷ এর ফলে ওজন হ্রাসের প্রক্রিয়া দ্রুত হয়৷ ফলে পরোক্ষে অনাবশ্যক স্নেহজাতীয় পদার্থ শরীর থেকে কমিয়ে ফেলতে সাহায্য করে এই চা৷ ফলে আপনার শরীর থেকে দৈনিক অনেক বেশি ক্যালরি খরচ হয়৷
আরও পড়ুন : স্বাদে অতুলনীয় মিষ্টি দইয়ের পুষ্টিগুণ এবং উপকারিতা কী কী?
সাম্প্রতিক গবেষণা বলছে, কার্ডিওভাসক্যুলার ডিজিজ থেকে দূরে রাখে বেদানা চা৷ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপের হার৷ অ্যান্টি অক্সিড্যান্ট বেশি থাকার দৌলতেও হৃদরোগ থেকে শরীরকে বাঁচিয়ে রাখে বেদানা চা৷
advertisement
শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে সাহায্য করে বেদানা চা৷ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল মাত্রা৷ রক্তে অক্সিজেনের মাত্রাও বাড়তে সাহায্য করে বেদানা চা৷
দাঁতের সুরক্ষার জন্য দরকার বেদানা চা৷ এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান৷ এর ফলে মুখে প্লেক তৈরি হয় না৷ দাঁত ও মাড়ির যে কোনও সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা আছে বেদানা চায়ের৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pomegranate Tea : ঝকঝকে দাঁত, ছিপছিপে শরীর এবং নীরোগ হৃদযন্ত্রের জন্য শৌখিনীদের পছন্দ ‘বেদানা চা’
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement