Kada Prasad : ঘিয়ের পাকে অপূর্ব স্বাদগন্ধ, বাড়িতে খুব সহজেই তৈরি করুন ‘কড়া প্রসাদ’

Last Updated:

এ হল ঘিয়ে ভাজা আটার হালুয়া (Kada Prasad)

বড় কড়াইয়ে রান্না করা হয়৷ তাই এর নাম ‘কড়া’৷ গুরুদ্বার দর্শনের পর এই প্রসাদই গ্রহণ করেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা৷ অমৃতসর স্বর্ণমন্দিরের (The Golden Temple) কড়া প্রসাদের স্বাদ তো অনির্বচনীয়৷ অনেকেরই ধারণা, এই প্রসাদ সুজির হালুয়া৷ কিন্তু তা নয়৷ এ হল ঘিয়ে ভাজা আটার হালুয়া (Kada Prasad)৷
গুরু পরবে সেই প্রসাদের ঐতিহ্য তুলে ধরেছেন রুতুজা দ্বিবেকর৷ সামাজিক মাধ্যমে কড়ার ছবি দিয়ে লিখেছেন, ‘‘লোফ্যাট, লোকার্ব, গ্লাটেনফ্রি-সব রকম ডায়েট ট্রেন্ড পেরিয়ে এবং তাদের ছাপিয়ে এসেছে কড়া প্রসাদ’’৷
advertisement
আরও পড়ুন : স্বাদে অতুলনীয় মিষ্টি দইয়ের পুষ্টিগুণ এবং উপকারিতা কী কী?
ইউটিউবার তথা প্রখ্যাত শ্যেফরা অনেকেই ইতিমধ্যে শেয়ার করেছেন এই প্রসাদের রেসিপি৷ রণবীর ব্রার রান্নার ফাঁকে ফাঁকে সেই রেসিপি নিয়ে ছোটখাটো গল্প, তথ্য দিতেই থাকেন৷ কড়া শেখানোর সময় বলেছেন, তাঁর মা যেভাবে বাড়িতে এই প্রসাদ রাঁধেন, তিনিও সেভাবেই শেখাচ্ছেন৷ তাঁর কথায়, ‘‘পঞ্জাবে রান্নার সময় কড়াইয়ের ব্যবহার অত্যন্ত বেশি৷ কারণ এই পাত্রে যে কোন খাবার হাতা বা খুন্তি দিয়ে পাক দিতে সুবিধে হয়৷ কড়াই আকারে বড় হলে তাকে কড়া বলা হয়৷ বহু ভক্ত সমাগমের জন্য কড়া-তে রান্না করা প্রসাদের নামই কড়া প্রসাদ৷’’
advertisement
আরও পড়ুন :  শীতে সুস্থতার সন্ধান? গ্লাসে থাকুক এই পানীয়গুলি
রণবীরের রেসিপি অনুয়ায়ী, প্রথমে কড়াই গরম করে দিতে হবে এক কাপ ঘি৷ তাতে দিতে হবে এক কাপ আটা৷ তার পর ভাল করে মিশিয়ে নিতে হবে৷ বেশ কিছু ক্ষণ সময় নিয়ে পাক দেওয়ার পর মিশ্রণটা কড়াইয়ের গা ছেড়ে দেবে৷ ক্রমশ ঘন থকথকে হয়ে আসবে৷ তার পর দিতে হবে এক কাপ জল৷ একটু পরে এক কাপ চিনি৷ পুরো মিশ্রণটা আরও বেশ কিছু ক্ষণ ধরে পাক দিয়ে তৈরি হবে প্রসাদ৷
advertisement
আরও পড়ুন : শীতে গলাব্যথা, গলার খুসখুসানি যেতেই চায় না? আরাম পান ঘরোয়া টোটকায়
রণবীর মনে করেন, মেঠো এই স্বাদে কোনও বাদাম বা ড্রাই ফ্রুটস যোগ করার প্রয়োজন নেই৷ নিজের স্বাদেই কড়া প্রসাদ অনন্য৷ তবে সব উপকরণ হবে সমান সমান৷ এটা মনে রাখতে হবে৷ নয়তো স্বাদ ও রং, নষ্ট হবে দুই-ই৷
advertisement
কড়া প্রসাদে বাদাম, শুকনো ফলের স্বাদ পছন্দ করেন না আর এর শ্যেফ কুণাল কপূরও৷ তবে তিনি কড়া প্রসাদে চিনি সরাসরি যোগ করেন না৷ আগে জলে চিনি মিশিয়ে রস বা সিরা তৈরি করে রাখেন৷ তার পর সেই শিরায় একে একে অন্য উপকরণ মিশিয়ে পাক দিয়ে তৈরি করেন কড়া প্রসাদ৷
advertisement
আপনিও বাড়িতে সহজেই তৈরি করতে পারেন এই কড়া প্রসাদ৷ তবে মনে রাখবেন, সব উপকরণের পরিমাণ হবে সমান সমান৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kada Prasad : ঘিয়ের পাকে অপূর্ব স্বাদগন্ধ, বাড়িতে খুব সহজেই তৈরি করুন ‘কড়া প্রসাদ’
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement