TRENDING:

Homemade Winter Special Oil : ড্রাই স্ক্যাল্প, চুল পড়া এবং অকালপক্বতা কমবে এই জাদুতেলে, বাড়িতেই তৈরি করুন সোজা উপায়ে

Last Updated:

রুজুতা জানিয়েছেন এমন এক তেলের কথা, যাতে দূর হবে এই সব সমস্যাই (Homemade Winter special oil for dry scalp, hair fall and greying hair)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রূপচর্চাই হোক বা শারীরিক কোনও সমস্যা-প্রকৃতির কাছে গেলে সে আমাদের কখনওই ফিরিয়ে দেয় না৷ পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর (Rujuta Diwekar) প্রাকৃতিক উপাদানের উপর বরাবরই নির্ভর করেন৷ আরও এক বার সে প্রমাণ রাখলেন তিনি৷ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাঁর প্রাকৃতিক ফর্মুলা৷ এমন সমস্যার সমাধান লুকিয়ে আছে সেই ফর্মুলায়, তাতে ভুক্তভোগী অগণিত মানুষ৷ সেই সমস্যা হল ড্রাই স্ক্যাল্প, চুল পড়া এবং অকালপক্বতা৷ চুলের এই সমস্যাগুলিতে নাজেহাল বয়স নির্বিশেষে নারী পুরুষ উভয়েই৷
advertisement

রুজুতা জানিয়েছেন এমন এক তেলের কথা, যাতে দূর হবে এই সব সমস্যাই (Homemade Winter special oil for dry scalp, hair fall and greying hair)৷ সম্পূর্ণ প্রাকৃতিক সেই তেল তৈরি করা সহজ৷ তৈরি করা যাবে বাড়িতেই৷ উপকরণ হিসেবে নিতে হবে ২০ টা জবাফুল, ৩০ টা নিমপাতা, ৩০ টা কারিপাতা, ৫ টা ছোট পেঁয়াজ, ১ চামচ মেথিদানা, ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছের পাতা ১ টি, জুঁইফুল ১৫ থেকে ২০ টা, নারকেল তেল ১ লিটার৷ ১ লিটার তেলে সারা বছরের চুলের রসদ তৈরি থাকবে৷ তেলের পরিমাণ কমলে তার সঙ্গে মানানসই করে কমাতে হবে বাকি উপকরণও৷

advertisement

আরও পড়ুন : ভেজাল দেওয়া মাখন খাচ্ছেন নাকি? যাচাই করুন সহজ পরীক্ষায়

মেথিদানা জলে ভিজিয়ে রাখুন আধঘণ্টার জন্য৷ ঘৃতকুমারী বা অ্যালোভেরার পাতা ছোট ছোট টুকরো করে কেটে রাখুন৷ এ বার সব উপকরণ একসঙ্গে বেটে নিন শিলনোড়ায়৷ যদি শিলনোড়া না থাকে, মিক্সিতেও পিষে মিশিয়ে নিতে পারেন৷ এ বার এক লিটার নারকেল তেল গরম করতে বসান৷ তার মধ্যে মিশিয়ে দিন সব উপকরণের মিশ্রণ৷ ঢিমে আঁচে গরম করুন প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ধরে৷ তেলের রং পাল্টে ঘন সবুজ হয়ে যাবে৷ এ বার নামিয়ে তেল ঠান্ডা হতে দিন৷ তার পর তেল ছেঁকে নিন৷ তেল সংগ্রহ করে রাখুন বোতলে৷ ছাঁকনিতে রয়ে যাওয়া মিশ্রণের মণ্ড ব্যবহার করুন স্ক্রাবার হিসেবে৷

advertisement

আরও পড়ুন : ঠোঁটের রং কালো হয়ে গিয়েছে? রইল একগুচ্ছ ঘরোয়া টোটকা

রুজুতা তেল তৈরির পুরো প্রক্রিয়াই শেয়ার করেছেন ভিডিওতে৷ কিন্তু তেল তৈরি করলেই তো হবে না৷ মাখতেও হবে সঠিক উপায়ে৷ কীভাবে মালিশ করলে তেলের উপকারিতা পাওয়া যাবে পুরোপুরি? সেটাও ধাপে ধাপে দেখিয়েছেন রুজুতা৷

আরও পড়ুন : চুল পড়ার সমস্যায় নাজেহাল? দেখুন তো এই কারণগুলি দায়ী কিনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন এই জাদু-তেল৷ আপনার চুল ও ত্বকের যত্ন হাজির হবে একইসঙ্গে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Homemade Winter Special Oil : ড্রাই স্ক্যাল্প, চুল পড়া এবং অকালপক্বতা কমবে এই জাদুতেলে, বাড়িতেই তৈরি করুন সোজা উপায়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল