Dark Lips : ঠোঁটের রং কালো হয়ে গিয়েছে? রইল একগুচ্ছ ঘরোয়া টোটকা

Last Updated:

ঘরোয়া উপায়েও ঠোঁটের রং পরিবর্তন হওয়া আটকাতে পারেন (Home remedies to lighten your dark lips)

গ্রীষ্মে কিন্তু ত্বকের সঙ্গে সঙ্গে ঠোঁটেও ট্যান পড়ে। আর ওরাল হেলথের মধ্যে ঠোঁটকেও অবহেলা করা যাবে না। তাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।
গ্রীষ্মে কিন্তু ত্বকের সঙ্গে সঙ্গে ঠোঁটেও ট্যান পড়ে। আর ওরাল হেলথের মধ্যে ঠোঁটকেও অবহেলা করা যাবে না। তাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।
আমাদের অনেকেরই বয়সের সঙ্গে সঙ্গে ঠোঁটের রং কালো (problem of dark lips) হয়ে যায়৷ জিনগত, স্বাস্থ্যগত কারণে ঠোঁট কালো হয়ে যায়৷ আপনার ডায়েট ও লাইফস্টাইলও দায়ী ঠোঁটের রং পরিবর্তনের জন্য৷ ধূমপান করলে ঠোঁটে কালো ছোপ পড়বেই৷ অনেক সময় প্রসাধনীর রাসায়নিকের প্রভাবেও এই সমস্যা হয়৷ ডায়েটে ভিটামিন কম থাকলেও বদলে যায় ঠোঁটের রং৷ স্বাস্থ্যকর খাবার খান৷ ভিটামিন সি-এর জন্য খান প্রচুর ফল ও শাকসব্জি৷ যদি আপনার বাড়ির পানীয় জল ক্লোরিনেটেড হয়, তাহলে আপনার ঠোঁটের রং কালো হতে পারে৷ শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক অনেক বেশি সংবেদনশীল৷ তাই বাড়তি যত্নও দরকার৷ ঘরোয়া উপায়েও ঠোঁটের রং পরিবর্তন হওয়া আটকাতে পারেন (Home remedies to lighten your dark lips)৷
লেবু-
প্রাকৃতিক ব্লিচিং ও এক্সফোলিয়েটিং উপাদান আছে লেবুতে৷ অর্ধেক লেবুর রস সরাসরি দিতে পারেন ঠোঁটে৷ অথবা এক ফালি লেবুর উপর চিনি দিয়ে ঘষতে পারেন ঠোঁটে৷ এর ফলে মৃত কোষ ঝরে গিয়ে ফিরে আসবে ঠোঁটের ঝলমলে ভাব৷ কয়েক সপ্তাহ ধরে রোজ এই টোটকা মেনে চলুন৷ ঠোঁটের স্বাভাবিক রং ফিরিয়ে আনে লেবুর রস৷
advertisement
advertisement
অর্ধেক চামচ চিনির সঙ্গে মিশিয়ে নিন কয়েক ফোঁটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল৷ এই মিশ্রণ দিয়ে রোজ ঠোঁটে মালিশ করুন৷ সেরা ফল পেতে এক সপ্তাহ ধরে এই টোটকা মেনে চলুন৷ চিনি ছাড়া ব্যবহার করতে পারেন শুধু অলিভ অয়েলও৷
advertisement
এক চামচ মধুতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গোলাপজল৷ তার পর ওই মিশ্রণ ঠোঁটে লাগান সারা দিনে দু’ থেকে তিনবার৷ গোলাপের পাপড়ি বেটে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন এক চামচ মাখন বা মধু বা দুধের সর৷ তার পর ওই মিশ্রণ সারা দিনে অন্তত দু’বার ঠোঁটে লাগিয়ে নিন৷
advertisement
এক চামচ করে বেদানার রস, বিটের রস ও গাজরের রস মিশিয়ে নিন৷ তার পর ওই মিশ্রণ ঠোঁটে লাগান রোজ অন্তত এক বার৷ দুধের সঙ্গে বেদানার রস মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে৷ এই ঘরোয়া টোটকাগুলির ফলে ধীরে ধীরে আপনার ঠোঁটের স্বাভাবিক রং ফিরবে কালচেভাব দূর হয়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dark Lips : ঠোঁটের রং কালো হয়ে গিয়েছে? রইল একগুচ্ছ ঘরোয়া টোটকা
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement