Pom Pom on a Hat: শীতের টুপিতে পমপম কি শুধুই ফ্যাশন? নাকি এর পিছনে অন্য কারণও আছে?

Last Updated:

Pom Pom on a Hat: টুপির উপর পমপম লাগানোর রীতি নতুন নয়, বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে।

শীতকালীন ফ্যাশনের অন্যতম অঙ্গ হল শীতের টুপি (winter fashion)। উলের তৈরি রঙ-বেরঙের কান-ঢাকা টুপি শুধু শীতের হাত থেকেই বাঁচায় না, সেই সঙ্গে শীতের একঘেয়ে সাজপোশাকেও আনে বৈচিত্র্য। শীতপোশাকের পসরা সাজিয়ে যাঁরা বসেন, তাঁদের কাছে শীতের টুপি সহজেই পাওয়া যায়। আর আমাদের কাছে আলমারি ভর্তি টুপি থাকলেও রঙ-বেরঙের টুপি দেখে আমরাও লোভ সামলাতে পারি না। কিনেই ফেলি। এমনিতে শীতকাল তো আছেই, আর পাহাড়ে ঘুরতে গিয়েও দারুণ কাজে লাগে শীতের টুপি (pompom on hat)।
কিন্তু আমরা একটা জিনিস সব সময়ই দেখি, আর সেটা হল- টুপির উপর পমপম লাগানো থাকে। কিন্তু লক্ষ করলেও বিষয়টিকে ততটাও গুরুত্ব দিয়ে দেখি না। আসলে দেখে মনে হয় যে, টুপির সৌন্দর্য বাড়ানোর জন্যই তাতে পমপম লাগানো হয়। কিন্তু সেটা আসল কারণ নয়। এর অবশ্য একটা অন্য ইতিহাসও রয়েছে (fashionable woollen garments)।
advertisement
টুপির উপর পমপম লাগানোর রীতি নতুন নয়, বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে। শুধু তা-ই নয়, আজ থেকে ১০০ বছর আগেও টুপিতে এই পমপম লাগানোর রীতি চালু ছিল।
advertisement
advertisement
মনে করা হয় যে, কাটিং করা ফুল বানিয়ে সাজানোর রীতি প্রচলিত ছিল। শুধু তা-ই নয়, নরওয়ের পৌরাণিক রীতি অনুযায়ী, ফ্রেয়ার (Freyr) নামক ভগবান নিজের মাথায় পমপমের সুরক্ষাকবচ ব্যবহার করতেন। সুইডেনে পাওয়া একটি মূর্তি বা স্ট্যাচুতে এমনটা দেখা গিয়েছিল। আবার ইউরোপের কিছু কিছু দেশে এই ধরনের হ্যাট জাতীয় টুপির পমপমের রঙের মাধ্যমে মানুষের পদমর্যাদার কথা জানা যেত। পাদ্রীরা এই রকম ভিন্ন ভিন্ন রঙের পমপম লাগানো টুপি ব্যবহার করতেন। এর মাধ্যমে তাঁদের আলাদা আলাদা পদমর্যাদার বিষয়ে জানা যেত।
advertisement
দ্য আউটলাইন-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, কিছু বিশেষজ্ঞ মনে করেন যে, এই ধরনের টুপি সুরক্ষাকবচের মতো হয়। নেপোলিয়ন বোনাপার্টের (Napoleon Bonaparte) সময়ে সৈন্যদের পোশাকে বাবল বা পমপমের মতো জিনিস লাগানো থাকত। এর ফলে সৈন্যদের সঙ্কীর্ণ জায়গায় মাথায় আঘাত লাগত না। শুধু তা-ই নয়, মন্দার সময়ও এই টুপির চাহিদা ছিল তুঙ্গে। কারণ কম খরচে বেশ সুন্দর ফ্যাশনেবল লুক এনে দিত এই পমপমওয়ালা টুপিগুলো। পরে মঙ্কিস্ (The Monkees) ব্যান্ডের সদস্য মাইকেল নেস্মিথ (‎Michael Nesmith) এই ধরনের টুপিকে ফ্যাশন ট্রেন্ডের আওতায় এনেছেন।
advertisement
তা হলে বোঝা গেল তো যে, পমপম শুধু ফ্যাশনের জন্য নয়? এটা একটা ইতিহাস!
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pom Pom on a Hat: শীতের টুপিতে পমপম কি শুধুই ফ্যাশন? নাকি এর পিছনে অন্য কারণও আছে?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement