পার্টির স্থান-কাল-পাত্র এবং মুড বুঝে সাজতে হবে৷ তবে প্রতি মেক আপের বেসিক পাঠ কিন্তু একই৷ সেটা ঠিক থাকলে পরবর্তী ধাপও সুচারু হওয়ার কথা৷ মেক আপ যাতে অনেক ক্ষণ থাকে, তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে বেশ আগে থেকেই৷ মুখ খুব ভাল করে ধুয়ে নিতে হবে৷ যাতে তেল, ধুলো ত্বকে লেগে না থাকে৷