Indian Foods: বিদায়ী বছরে ভারতীয় এই খাবারগুলির চাহিদা বিদেশে ছিল তুঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই খাবারগুলি তুলনাহীন (immunity booster)
অতিমারির দৌলতে গত দু’ বছর ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার সবথেকে চর্চিত শব্দ৷ রোগ প্রতিরোধকারী খাবারের মধ্যে ভারতীয় মশলা ও ঘি জনপ্রিয় হয়েছে বিদেশেও৷ তাদের থেরাপিউটিক নেচার চাহিদাকে বাড়িয়ে দিয়েছে৷ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই খাবারগুলি তুলনাহীন (immunity booster)৷ দেখে নেওয়া যাক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন কোন ভারতীয় খাবারের চাহিদা তুঙ্গে উঠেছিল বিদেশেও (Indian superfood as immunity booster)-
আমলা-
আমলকি বা আমলা বিশ্বে পরিচিত ‘ইন্ডিয়ান গুজবেরি’ নামে৷ আচার, মোরব্বা এবং বহু আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার করা হয় আমলকি৷ কার্ডিওভাসক্যুলার টনিক এবং ইমিউনিটি বুস্টার হিসেবে আমাল খুবই উপকারী৷ মধুমেহ রোগে কার্যকারিতার জন্য বিদেশে অনেক দিন ধরেই জনপ্রিয় আমলকি৷ আমলার পলিফেনল অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে৷ ক্রনিক অসুখও সারিয়ে দেয় আমলকির খাদ্যগুণ৷ অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিইনফ্লেম্যাটরি উপাদানের জন্য আমলকি জনপ্রিয়৷ কর্কটরোগ প্রতিরোধেও ব্যবহৃত হয় আমলকি৷
advertisement
advertisement
আমাদের দেশে কয়েকশো বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে৷ ভারতীয় সমাজে ঘি কার্যত শক্তির প্রতিশব্দ৷ সম্প্রতি বিদেশেও চিকিৎসকরা ভাত বা রুটির সঙ্গে পরিমিত পরিমাণে ঘরে তৈরি ঘি খাওয়ার অনুমতি দিয়েছেন৷ ঘি-তে থাকা ভিটামিন ই অ্যান্টিঅক্সিড্যান্ট খুবই উপকারী৷
advertisement
আরও পড়ুন : অতিমারিধ্বস্ত শৈশবে প্রয়োজন বিশেষ নজর, জেনে নিন পরিবর্তিত অবস্থায় নতুন বছরে কেমন হবে পেরেন্টিং টিপস
হলুদ-
শতাব্দীর পর শতাব্দী ধরে বহু অসুখের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ৷ ভারতীয় রান্নাঘরের মূল উপকরণ হলুদ৷ হলুদে আছে কারকিউমিন৷ কারকিউমিনের অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টি কারসিয়োজেনিক গুণ বহু শারীরিক সমস্যার সমাধান হিসেবে সমাদৃত৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2021 8:53 PM IST