Yami Gautam and Keratosis Pilaris : নিরাময়-অযোগ্য এই চর্মরোগে আক্রান্ত ইয়ামি গৌতম, অসুখ সম্বন্ধে জানুন বিশদে

Last Updated:

ইয়ামি গৌতম (Yami Gautam) যেমন জানিয়েছেন তাঁর ত্বকের অসুখের কথা৷ কৈশোরেই জানতে পেরেছিলেন অসুখের কথা৷ এর পোশাকি নাম ‘কেরাটোসিস পিলারিস’ (Keratosis Pilaris)

তারকারাও রক্তমাংসের মানুষ৷ অসুখ তাঁদেরও করে৷ আগে তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনের অনেক দিকই আড়াল করে রাখতেন৷ এখন অবশ্য সামাজিক মাধ্যমের জনপ্রিয়তার যুগে তারকারাও শেয়ার করে নেন নিজেদের সমস্যা৷ ইয়ামি গৌতম (Yami Gautam) যেমন জানিয়েছেন তাঁর ত্বকের অসুখের কথা৷ কৈশোরেই জানতে পেরেছিলেন অসুখের কথা৷ এর পোশাকি নাম ‘কেরাটোসিস পিলারিস’ (Keratosis Pilaris)৷ অসুখের কোনও নিরাময় নেই৷
কী এই কেরাটোসিস পিলারিস?
যে কোনও বয়সেই হানা দিতে পারে এই চর্মরোগ৷ ত্বকের এই অসুখ ঢাকতে অনেককেই আবৃত করে রাখতে হয় নির্দিষ্ট অংশ৷ ছোট ছোট অসংখ্য লাল বিন্দুতে ছেয়ে যায় ত্বকের বিস্তৃত অংশ৷ বাহুর উর্ধ্বাংশ, পায়ের থাই, পশ্চাদ্দেশ এমনকী, মাঝে মাঝে মুখেও দেখা যায় এই রক্তবর্ণের বিন্দু ৷ চিকিৎসাগত দিক থেকে এই চর্মরোগ সম্পূর্ণ বিপন্মুক্ত৷ এর থেকে কোনও ক্ষতির আশঙ্কা নেই৷
advertisement
advertisement
আরও পড়ুন: মনে রাখুন সাজের সহজপাঠ, বর্ষবরণের পার্টিতে রাতভর মেকআপ থাকবে অটুট
নানা রকমের সংক্রমণ থেকে আমাদের ত্বককে রক্ষা করে কেরাটিন প্রোটিন৷ কোনও হেয়ার ফলিকলসের মুখ কেরাটিন বন্ধ করে ফেললে এই সমস্যা দেখা দিতে পারে৷
উপসর্গ
কেরাটোসিস পিলারিস হলে ত্বকের উপর ছোট ছোট লালবিন্দু দেখা দেয়৷ অসংখ্য ছোট ছোট ফোলা অংশে ভরে যায় ত্বক৷ শুরু হয় চুলকানিও৷ অনেক সময় ফোলা অংশের চার ধারের অংশও লাল হয়ে যায়৷
advertisement
আরও পড়ুন: অতিমারিধ্বস্ত শৈশবে প্রয়োজন বিশেষ নজর, জেনে নিন পরিবর্তিত অবস্থায় নতুন বছরে কেমন হবে পেরেন্টিং টিপস
কারওর কারওর ক্ষেত্রে এই উপসর্গ কমে যায় গরমকালে৷ কারওর আবার সমস্যা কমে শীতে৷ ক্ষতিকারক না হলেও এই চর্মরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্যও নয়৷ এই রোগের প্রভাব কমাতে কী কী করবেন, আর কী কী করবেন না, জেনে নিন-
advertisement
কী করবেন-
ত্বক সব সময় আর্দ্র রাখবেন৷ ধরনে মৃদু, গন্ধহীন ক্লেঞ্জার ব্যবহার করুন৷ সেইসঙ্গে নিয়মিত ময়শ্চারাইজারও দেবেন৷ লোশন বা ময়শ্চারাইজারের তুলনায় ক্রিম এবং অয়েনমেন্ট বেশি উপকারী৷ স্নান করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ক্রিম মাখতে ভুলবেন না৷
advertisement
ত্বকের যেখানে এই সংক্রমণ হয়েছে, সেখানে পিউমিস স্টোন দিয়ে কোনও সময় ঘষবেন না৷ এই ধরনের ত্বকে এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং খুব সাবধানে করবেন৷ কর্কশ নয়, বরং এই রোগে আক্রান্ত ত্বক সব সময় আলতোভাবে স্পর্শ করুন৷ ভুলেও কোনও সময় এই অংশে খোঁচাবেন না বা ফাটানোর চেষ্টা করবেন না৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Yami Gautam and Keratosis Pilaris : নিরাময়-অযোগ্য এই চর্মরোগে আক্রান্ত ইয়ামি গৌতম, অসুখ সম্বন্ধে জানুন বিশদে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement