Surprise Gifts : তুচ্ছ হলেও কারণে অকারণে সঙ্গীকে উপহার দিন, সম্পর্কে উষ্ণতা ধরে রাখুন

Last Updated:

Benefits of surprise gift : উপহার যে মূল্যবানই হতে হবে, তার কোনও মানে নেই৷ আন্তরিকতার ছোঁয়া থাকলে যে কোনও ছোট উপহারই অনেক গুরুত্ব বয়ে নিয়ে আসে

স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করার জন্য অনুঘটকের কাজ করে ‘সারপ্রাইজ গিফ্ট’ (benefits of surprise gift)৷ উপহার যে মূল্যবানই হতে হবে, তার কোনও মানে নেই৷ আন্তরিকতার ছোঁয়া থাকলে যে কোনও ছোট উপহারই অনেক গুরুত্ব বয়ে নিয়ে আসে৷ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর শ্বেতা শর্মা সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে উপহারের আদানপ্রদানকে ভালবাসার দরাদরি বলা যায় না কোনওভাবেই (impact of gifts)৷
শ্বেতার মতে, স্বামী স্ত্রী একে অন্যকে উপহার দিলে অন্তত এটুকু প্রমাণিত হয় যে তাঁরা একে অন্যের কথা ভাবছেন৷ এখনও যে তাঁরা পরস্পরের কাছে ‘স্পেশাল’, সেই অনুভূতিটুকুও ফিরিয়ে আনে উপহারের স্পর্শ৷ জন্মদিন বা বিবাহবার্ষিকীতে ছোট ছোট উপহারও সম্পর্ককে নতুন পথে এগোতে সাহায্য করে৷ তবে কোনও উপলক্ষ ছাড়া সারপ্রাইজ গিফ্টও ফিরিয়ে আনে হারানো ম্যাজিক৷
advertisement
আরও পড়ুন : সামান্য এই নিয়মগুলি মানলেই শীতে চুল পড়া বন্ধ
যদি উপহার দেওয়ার উপলক্ষ খুঁজতেই হয়, নিজেই তৈরি করুন সেগুলি৷ ধরুন, স্বামী বা স্ত্রী তাঁর কাজের জায়গায় ভাল পারফর্ম করেছেন, এই উপলক্ষে একে অন্যকে দিতেই পারেন ছোট্ট কোনও উপহার৷ স্ত্রী যদি কর্মরতা না হন, বাড়ির কাজ বছরের পর বছর সুনিপুণ ভাবে সামলানোর জন্যই তাঁকে উপহার দিতে পারেন৷ তবে উপহার দেওয়ার সময় যাঁকে উপহার দিচ্ছেন, তাঁর পছন্দ অপছন্দ মনে রাখবেন৷ এমন কিছু দেবেন না, যেটা হয়তো আপনার খুবই পছন্দ, কিন্তু যাঁকে দিচ্ছেন, তাঁর কোনও কাজে লাগবে না৷
advertisement
advertisement
আরও পড়ুন :  সন্তানের ডায়েটে নিয়মিত রাখুন এই খাবারগুলি, শৈশব হোক চশমামুক্ত
একজনকে আনন্দ দিতে তাঁর পছন্দসই উপহারের কোনও জুড়ি নেই৷ উপহার পেতে সকলেরই ভাল লাগে৷ অনেকের কাছেই উৎসবের মাধু্র্য বেড়ে যায় তার উপহারে৷ সমীক্ষা বলছে, পাশ্চাত্য সমাজে উপার দেওয়ার প্রচলন অনেক বেশি৷ উৎসবের মরশুমে ইংল্যান্ডে উপহার কেনার জন্য গড়ে একটি পরিবারে খরচ হয় ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা৷ আমেরিকায় সেই খরচের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৪৯ হাজার টাকা৷
advertisement
আরও পড়ুন : শীতের সকালে পান করুন ফ্লেভার্ড টি, সুফল টের পান হাতেনাতে
তাই কারণে অকারণে সঙ্গীকে উপহার দিন৷ সম্পর্কে উষ্ণতা ধরে রাখুন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Surprise Gifts : তুচ্ছ হলেও কারণে অকারণে সঙ্গীকে উপহার দিন, সম্পর্কে উষ্ণতা ধরে রাখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement