স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করার জন্য অনুঘটকের কাজ করে ‘সারপ্রাইজ গিফ্ট’ (benefits of surprise gift)৷ উপহার যে মূল্যবানই হতে হবে, তার কোনও মানে নেই৷ আন্তরিকতার ছোঁয়া থাকলে যে কোনও ছোট উপহারই অনেক গুরুত্ব বয়ে নিয়ে আসে৷ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর শ্বেতা শর্মা সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে উপহারের আদানপ্রদানকে ভালবাসার দরাদরি বলা যায় না কোনওভাবেই (impact of gifts)৷
শ্বেতার মতে, স্বামী স্ত্রী একে অন্যকে উপহার দিলে অন্তত এটুকু প্রমাণিত হয় যে তাঁরা একে অন্যের কথা ভাবছেন৷ এখনও যে তাঁরা পরস্পরের কাছে ‘স্পেশাল’, সেই অনুভূতিটুকুও ফিরিয়ে আনে উপহারের স্পর্শ৷ জন্মদিন বা বিবাহবার্ষিকীতে ছোট ছোট উপহারও সম্পর্ককে নতুন পথে এগোতে সাহায্য করে৷ তবে কোনও উপলক্ষ ছাড়া সারপ্রাইজ গিফ্টও ফিরিয়ে আনে হারানো ম্যাজিক৷
আরও পড়ুন : সামান্য এই নিয়মগুলি মানলেই শীতে চুল পড়া বন্ধ
যদি উপহার দেওয়ার উপলক্ষ খুঁজতেই হয়, নিজেই তৈরি করুন সেগুলি৷ ধরুন, স্বামী বা স্ত্রী তাঁর কাজের জায়গায় ভাল পারফর্ম করেছেন, এই উপলক্ষে একে অন্যকে দিতেই পারেন ছোট্ট কোনও উপহার৷ স্ত্রী যদি কর্মরতা না হন, বাড়ির কাজ বছরের পর বছর সুনিপুণ ভাবে সামলানোর জন্যই তাঁকে উপহার দিতে পারেন৷ তবে উপহার দেওয়ার সময় যাঁকে উপহার দিচ্ছেন, তাঁর পছন্দ অপছন্দ মনে রাখবেন৷ এমন কিছু দেবেন না, যেটা হয়তো আপনার খুবই পছন্দ, কিন্তু যাঁকে দিচ্ছেন, তাঁর কোনও কাজে লাগবে না৷
আরও পড়ুন : সন্তানের ডায়েটে নিয়মিত রাখুন এই খাবারগুলি, শৈশব হোক চশমামুক্ত
একজনকে আনন্দ দিতে তাঁর পছন্দসই উপহারের কোনও জুড়ি নেই৷ উপহার পেতে সকলেরই ভাল লাগে৷ অনেকের কাছেই উৎসবের মাধু্র্য বেড়ে যায় তার উপহারে৷ সমীক্ষা বলছে, পাশ্চাত্য সমাজে উপার দেওয়ার প্রচলন অনেক বেশি৷ উৎসবের মরশুমে ইংল্যান্ডে উপহার কেনার জন্য গড়ে একটি পরিবারে খরচ হয় ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা৷ আমেরিকায় সেই খরচের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৪৯ হাজার টাকা৷
আরও পড়ুন : শীতের সকালে পান করুন ফ্লেভার্ড টি, সুফল টের পান হাতেনাতে
তাই কারণে অকারণে সঙ্গীকে উপহার দিন৷ সম্পর্কে উষ্ণতা ধরে রাখুন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Relationship