সাধারণ সাবানেই সিঁদুরের দাগ উঠে যাওয়ার কথা ৷ যদি না হয়, সেক্ষেত্রে উষ্ণ জলে সাদা ভিনিগার মিশিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন ৷ তবে লিনেন বা সুতির কাপড়ের ক্ষেত্রে সাদা ভিনিগার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন ৷ তবে কাপড় থেকে সিঁদুরের দাগ তুলতে দেরি হলে অনেক সময় ভিনিগারে সে দাগ উঠতে নাও পারে ৷ সেক্ষেত্রে ব্যবহার করুন রাবিং অ্যালকোহল ৷ আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, তার প্রধান উপকরণ রাবিং অ্যালকোহল ৷
advertisement
আরও পড়ুন : ত্বকে একবিন্দু মেক আপ রয়ে গেলেও ঘোর বিপদ, রিমুভার হিসেবে এই ঘরোয়া উপকরণগুলি অব্যর্থ
যেখানে যেখানে দাগ রয়েছে, সেখানে সামান্য পরিমাণে রাবিং অ্যালকোহল দিন ৷ আলতো হাতে ঘষে তার পর জল দিয়ে খুব ভাল করে ধুয়ে ফেলুন ৷ তবে মনে রাখবেন, যে উপকরণই ব্যবহার করুন না কেন, শেষে ঠান্ডা জলে ভাল করে ধুয়ে ফেলতে ভুলবেন না ৷ শাড়িতে প্রসাধনী লেগে গেলে সঙ্গে সঙ্গে মেক আপ ওয়াইপ দিয়ে মুছে ফেলুন ৷ পরে রাবিং অ্যালকোহল দিয়ে পরিষ্কার করুন ৷
আরও পড়ুন : পুজোর ভুরিভোজে বেড়েছে ওজন? সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই খাবারগুলিতে
শেভিং ক্রিম দিয়েও মেক আপের দাগ (Make Up Stains) শাড়ি বা যে কোনও কাপড় থেকে তুলে ফেলা যায় ৷ দাগের উপর শেভিং ক্রিম লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ৷ তার পর ঠান্ডা জলে ধুয়ে নিন ৷ শাড়ি থেকে মেক আপের দাগ তুলে ব্যবহার করতে পারেন অ্যালকোহল হেয়ার স্প্রে-ও ৷ হাতের কাছে কিছু না পেলে মেক আপের দাগের উপর ঘষুন বরফের টুকরো ৷ এই ঘরোয়া টোটকাগুলি সঙ্গে সঙ্গে ব্যবহার করলে কাপড়ে মেকআপের দাগ কড়া হয়ে বসতে পারবে না ৷ তবে পরে ধুয়ে নিতে হবে ডিটারজেন্ট এবং জলেই ৷ সব সময় ভাল ব্র্যান্ডের মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন ৷ যদি সেই কাপড় বাড়িতে ধোওয়ার উপযুক্ত না হয়, তাহলে বিধি মেনে পাঠাতে হবে লন্ড্রিতেই ৷