কীভাবে যাবেন? শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর বা নামখানা লোকালে উঠে মাত্র ১০ টাকা ভাড়া দিয়ে গোচরণ নামুন। স্টেশন থেকে অটো অন্য কোন গাড়িতে ৩০ টাকা ভাড়া দিয়েই আপনি পৌঁছে যেতে পারেন এই পিয়ালী দ্বীপে। পিয়ালী দ্বীপ একটা ছোট্ট সুন্দর জায়গা চারিদিক থেকে খাল, বিল ও নদী দিয়ে ঘেরা। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। বেশ একটা সুন্দরবনের ছায়া আছে অথচ কলকাতার বেশ কাছেই। আর কোনও নৌকা বা ভেসেলে না চড়েই পৌঁছন যায় সুন্দরবন লাগোয়া এই ভূখণ্ডে।
advertisement
আরও পড়ুনঃ পুরীর থেকেও বড়! দিঘা নিয়ে বিরাট খবর দিলেন মমতা! এ খবরে বাঙালি হিসেবে গর্ব হবে
আপনি পিয়ালী দ্বীপ থেকে নৌকো নিয়ে মাতলা নদীতে ঘুরে বেড়াতে পারেন। একটু সময় নিয়ে বেড়িয়ে আসতে পারেন ঝড়খালি। তাই যে কোনও সাপ্তাহিক ছুটিতে মন চাইলে প্রিয়জনদের সঙ্গে পিয়ালী দ্বীপে একদিনের ট্যুর দারুন জমে যাবে। পিয়ালী দ্বীপে যাবার আরও একটা অতিরিক্ত ভাললাগার ব্যাপার আছে সেটা হল কলকাতা থেকে বেশ একটা লং ড্রাইভের মজা।
কলকাতা থেকে পিয়ালী দ্বীপ ঠিক ৭৫ কিমি। সুন্দরবনের ছায়া এই জন্য বললাম কারণ পিয়ালি দ্বীপকে সুন্দরবনের প্রবেশপথ বলা হয়। পিয়ালী নদী দ্বীপটির বুক চিরে গিয়ে মিশেছে মাতলা নদীতে। সপ্তাহের শেষে কলকাতা থেকে বহু পর্যটক এখন আসেন।
চারদিকে নদীতে ঘেরা এই দ্বীপ। কাছাকাছি কুলতলি স্লাইস গেট, পিয়ালী নদী থেকে হেড়োভাঙা নদী ও মাতলা নদীর সন্নিকট অবধি নৌকা ভ্রমণ, নদী চরে চড়ুইভাতি করার সুব্যবস্থা রয়েছে, বিক্ষিপ্ত জঙ্গল হাইকিং করতে পারেন, মাতলা নদীতে নৌকা ভ্রমণ করুণ, দ্বীপের তীরে ম্যানগ্রোভ বন এবং গ্রামের জীবন সম্পর্কে জানুন, পিয়ালী দ্বীপে ঝাঁকে ঝাঁকে পাখি আসে। দেখুন ও ফটোগ্রাফি করুণ। পিয়ালী দ্বীপের আশেপাশের গ্রামের জীবনও উপভোগ করা যায়। পিয়ালী দ্বীপ শিক্ষামূলক ট্যুর আয়োজনের জন্যও বিখ্যাত।
সুমন সাহা