Digha: পুরীর থেকেও বড়! দিঘা নিয়ে বিরাট খবর দিলেন মমতা! এ খবরে বাঙালি হিসেবে গর্ব হবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha: জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শেষ হলে সমুদ্রের পাশাপাশি মন্দির দর্শনের জন্য বহু পর্যটক দিঘায় আসবে বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিঘা: ৪ মার্চ তমলুকের প্রশাসনিক সভা থেকে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দিরের কলেবর পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও বড় হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ভ্রমন প্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দিঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউর সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দিঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না।
সমুদ্রের পাশাপাশি পার্ক, কফিহাউস, বিশ্ববাংলা উদ্যান, মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। তবে দিঘায় সবকিছু ছাপিয়ে যাবে আগামী দিনে জগন্নাথ মন্দির। দিঘার জগন্নাথ ধাম পর্যটনে বিপুল জোয়ারে সৃষ্টি করবে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ দোলে টানা ৪ দিন ছুটি! ঘুরে আসুন একেবারে অচেনা এই পাহাড়ি গ্রামে! অন্যরকম লাগবে নিশ্চিত
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস পরবর্তী সময়ে দিঘাকে নতুন রূপে সাজিয়ে গুজিয়ে তোলার সময়ই দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় জগন্নাথ মন্দির দ্রুতই সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ২০২৪ সালের রথযাত্রার আগেই এই মন্দিরের দ্বারোদঘাটন হবে। ফলে মাঝে মাত্র কয়েকটা মাস তারপরেই দিঘার জগন্নাথ ধাম দিঘায় আসা পর্যটকদের কাছে এই নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
advertisement
advertisement
আজ সোমবার তমলুকের প্রশাসনিক সভায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী রাজ্য তথা জেলা জুড়ে নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের কথা তুলে ধরেন। আর সেখানে উঠে আসে দিঘা সুন্দরীর কথা। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় জানান, দিঘায় পর্যটকদের বিনোদনের জন্য একাধিক প্রকল্প রূপায়ণ হয়েছে। মেরিন ড্রাইভ থেকে বিশ্ববাংলা পার্ক, যা চকচকে সি-বিচ-সহ একাধিক পদক্ষেপ দিঘার জন্য গ্রহণ করেছে রাজ্য সরকার।
advertisement
এ প্রসঙ্গে দিঘার জগন্নাথ মন্দির সম্পর্কে তিনি বলেন, ‘পুরী অনেক মানুষ যান সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দর্শনে। দিঘাতেও সমুদ্র রয়েছে, পুরীর পাশাপাশি দিঘাতেও জগন্নাথ মন্দির গড়ে উঠলে দিঘা পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে সেই উদ্দেশ্য নিয়েই জগন্নাথ মন্দির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে মন্দিরের বিগ্রহ চলে এসেছে। পুরীর জগন্নাথ ধামের মতো দিঘার জগন্নাথ মন্দির সমান উচ্চতার হচ্ছে। তবে ভোগশালা, মাসির বাড়ি সব মিলিয়ে পুরীর জগন্নাথ ধামের থেকে কলেবরে বড় হচ্ছে দিঘার জগন্নাথ ধাম।’
advertisement
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার প্রতি বাড়তি নজর দিয়েছেন প্রথম থেকেই। দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে খামতি রাখেননি তিনি। দিঘা একাধিক প্রকল্পের রূপায়নে দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। সেই মুকুটে আগামী দিনে জুড়তে চলেছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শেষ হলে সমুদ্রের পাশাপাশি মন্দির দর্শনের জন্য বহু পর্যটক দিঘায় আসবে বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 6:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: পুরীর থেকেও বড়! দিঘা নিয়ে বিরাট খবর দিলেন মমতা! এ খবরে বাঙালি হিসেবে গর্ব হবে