# দোল খেলার সময় সবসময় রোদচশমা পরে থাকুন।
# চোখের চারপাশে কোনও সময় রং লাগাবেন না।
# চুল শক্ত করে বেঁধে মাথায় টুপি পরে রং খেলুন। তাহলে চুল থেকে রং গড়িয়ে চোখে ঢুকতে পারবে না।
আরও পড়ুন : দোলের আনন্দে গা ভাসিয়ে রং খেলার সময় কোন কথাগুলো ভুললেই বিপদ, জানুন চিকিৎসকের মত
advertisement
# চোখে রং ঢুকলে কখনওই ঘষবেন না। এতে জ্বলুনি বাড়বে, চোখের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে।
# চোখের চারপাশে নারকেল তেল লাগিয়ে নিন। তার পর রং খেলতে যান। তাহলে চোখে রং ঢুকে গেলেও সহজে বেরিয়ে যাবে।
# বাচ্চাদের রং খেলতে দিয়ে নিজেরা বন্ধুবান্ধবদের সঙ্গে রং খেলায় বিভোর হয়ে যাবেন না। বাচ্চাদের উপর সব সময় নজর রাখুন।
# যদি চোখে রং ঢুকে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করে নিন।
আরও পড়ুন : ত্বকের ক্ষতি না করে কীভাবে রঙিন হবেন দোলে, জানুন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
# এত সাবধানতা সত্ত্বেও চোখে কোনওভাবে রং ঢুকে গেলে সঙ্গে সঙ্গে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
# ডাক্তারের পরামর্শ ছাড়া কোনওভাবেই কোনও আইড্রপ ব্যবহার করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হবে।