বর্তমান যুগে ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। দিনে দিনে এই ফুলের সৌখিনতা যেন বেড়েই চলেছে। শীত আসতেই দেখা যায় নিজের বাড়িকে রঙিন সাজে সাজাতে বাড়ির বাগান থেকে শুরু করে বারান্দা ভরে উঠে বিভিন্ন রংবেরঙের ফুলের গাছে। শীত আসতেই চারিদিক জুড়ে যেন ফুলের উৎসব।
advertisement
বর্তমান যুগে বাড়ি সাজাতে বিভিন্ন অরনামেন্ট গাছের পাশাপাশি চাহিদা বাড়ছে ফুল গাছেরও। শীত আসতেই ঘন কুয়াশা, ফ্যাকাশে আকাশ এবং ঝরে যাওয়া গাছের পাতার মাঝেও যেন রংবেরঙের ফুল রঙিন করে তোলে সমস্ত জায়গা।তবে যারা বাড়িতে ফুল গাছ লাগাতে ভালোবাসেন তারা সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করলেই বাড়ির ফুল গাছ হয়ে উঠবে আরও সুন্দর ফুলও হবে বেশি।
আরও পড়ুন: গুগলে কী ‘সার্চ’ করলে আপনি ‘জেলে’ যেতে পারেন জানেন…? ‘উত্তর’ শুনলেই চমকাবেন!
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের দায়িত্বে থাকা অমরেন্দ্র পান্ডে জানান শীত আসলেই চারিদিক যেন ফুলের উৎসবে মেতে ওঠে। শীতকালে সব থেকে চাহিদা থাকে মেরিগোল্ড অর্থাৎ গাঁদা ফুলের, এর পাশাপাশি পিটুনিয়া, রক্ত গেদা, সূর্যমুখী সহ আরো বিভিন্ন রংবেরঙের ফুলে ভরে উঠে চারদিক। তবে এই ফুল গাছের জন্য সামান্য একটু যত্ন প্রয়োজন কোন কীটনাশক নয় আপনার প্রতিনিয়ত ফেলে দেওয়া শাক-সবজির অংশ পচিয়ে সার তৈরি করেই গাছের গোড়ায় দিলে ফুল গাছগুলি বেশ ভাল হবে এবং গাছে ফুলও বেশি হবে।
বর্তমানে যারা ফুলপ্রেমী এবং ফুল গাছ লাগাতে ভালোবাসেন তারা এই ছোট্ট পদ্ধতি অবলম্বন করলেই ফুল বেশ ভালো হবে। শীত আসতেই ইতিমধ্যেই চারিদিক রংবেরঙের ফুলে ভরে উঠেছে। শীতের ছুটিতে আপনিও যদি উত্তরবঙ্গে পাহাড়ি গ্রামে ঘুরতে যাওয়ার কথা ভাবেন যেদিকেই তাকাবেন সেদিকেই রং বেরঙের ফুল মন মুগ্ধ করবে আপনার।
সুজয় ঘোষ