গুগলে কী 'সার্চ' করলে আপনি 'জেলে' যেতে পারেন জানেন...? 'উত্তর' শুনলেই চমকাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Google: আজকাল বিভিন্ন মাধ্যমে ক্যুইজ চর্চা তরুণদের মধ্যে একটি বড় প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্যই মজাদার নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও খুব উপযোগী হতে পারে। চলুন, এমন কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক যা আপনার সাধারণ জ্ঞানকে বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ।
আজকাল ইন্টারনেটে ক্যুইজ প্রশ্নোত্তরের চর্চা বাড়ছে ঝড়ের গতিতে। সহজ পদ্ধতিতে খেলাচ্ছলেই বাড়িয়ে নেওয়া যায় সাধারণ জ্ঞান। সোশ্যাল মিডিয়ায় জিকে সংক্রান্ত প্রশ্নোত্তরের একটি নতুন প্রবণতা চলছে, যা মানুষের সাধারণ জ্ঞান বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা নিতে পারে।
advertisement
আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি, যা আপনাকে শুধু তথ্যই দেবে না, প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাহায্য করতে পারে। আবার চাকরির পরীক্ষাতেও ইন্টারভিউ ক্লিক করতে কার্যকরী ভূমিকা নিতে পারে।
advertisement
আজকাল বিভিন্ন মাধ্যমে ক্যুইজ চর্চা তরুণদের মধ্যে একটি বড় প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্যই মজাদার নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও খুব উপযোগী হতে পারে। চলুন, এমন কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক যা আপনার সাধারণ জ্ঞানকে বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ।
advertisement
প্রশ্ন : কোন মশার কামড়ে ডেঙ্গি জ্বর হয়?উত্তর : ডেঙ্গি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট হয় যা বেশিরভাগই এডিস ইজিপ্টাই প্রজাতির স্ত্রী মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গি জ্বর হয় এডিস মশার কামড়ে।
advertisement
প্রশ্ন: শুষ্ক বরফ কী?উত্তর: শুকনো বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড। এটিকে শুকনো বরফ বলা হয় কারণ এটি ভেজা তরলে গলে যায় না। শুষ্ক বরফ তার কঠিন আকার থেকে সরাসরি তার বায়বীয় আকারে চলে যায়। শুষ্ক বরফ গরম হলে তা সরাসরি গ্যাসে পরিণত হয়।
advertisement
প্রশ্নঃ দিল্লি চলো স্লোগান কে দেন?উত্তর: দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু। ১৯৪৪ সালে আইএনএ বার্মার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তিনি এই স্লোগানটি ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে অনুপ্রাণিত করতে ব্যবহার করেছিলেন।
advertisement
প্রশ্নঃ ভারতের হীরার খনি কোথায় আছে?উত্তর: মধ্যপ্রদেশে দেশের একমাত্র হীরার খনি রয়েছে। হীরা খনিটি পান্না জেলায় অবস্থিত। পান্না জেলায় মোট ৯৭৬.০৫ হাজার ক্যারেট সংরক্ষিত আছে অনুমান করা হয়।
advertisement
প্রশ্নঃ গুগলে সার্চ করলে জেল হতে পারে?উত্তর: গুগল সবার জীবনের একটি অংশ হয়ে উঠেছে। যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চায় বা কিছু শিখতে চায়, সেই ব্যক্তি অবিলম্বে Google এ সুইচ করে। প্রযুক্তিতে ভরপুর এই আধুনিক যুগে ইন্টারনেটে সবকিছুই পাওয়া যায়।
advertisement
কিন্তু এই সার্চ ইঞ্জিন গুগলেই কিছু জিনিস সার্চ করা আপনার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি এই পরিস্থিতিতে আপনি জেলে যেতে পারেন। জেনে নিন, সেই বিষয়গুলি যা আপনার গুগলে সার্চ করা এড়িয়ে চলা উচিত।
advertisement
বোমা বানানোর উপায় খোঁজা আইনত অপরাধ। নিরাপত্তা সংস্থাগুলি এ বিষয়ে কড়া নজর রাখে।এর পাশাপাশি শিশুদের সম্পর্কিত পর্নোগ্রাফি খোঁজা ও দেখাও অপরাধের আওতায় আসে। হ্যাকিং সম্পর্কিত টিউটোরিয়াল বা সফ্টওয়্যার অনুসন্ধান করা, অন্যদিকে, অনেক দেশে এমনকি সাধারণ পর্নোগ্রাফির সামগ্রী অনুসন্ধান করাও একটি অপরাধ।
advertisement
বোমা সম্পর্কেবোমা বা অস্ত্র তৈরির সঙ্গে সম্পর্কিত এই ধরনের অনুসন্ধান এড়িয়ে চলা উচিত। এতে ওই ব্যক্তি নিরাপত্তা সংস্থার নজরে পড়তে পারে।
advertisement
পাইরেটেড ভিডিওবেশিরভাগ মানুষ গুগল থেকে বিনামূল্যে সিনেমা পেতে বা এটি দেখার চেষ্টা করেন। কিন্তু ফিল্ম পাইরেসি করতে বা গুগলে সার্চ করতে দেখা গেলে সেটা জেল হওয়ার মতোই অপরাধ।
advertisement
এটি করার জন্য একজন ব্যক্তির কমপক্ষে তিন বছরের জেল হতে পারে। শুধু তাই নয় সেই ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হতে পারে।
advertisement
গর্ভপাত সম্পর্কিত অনুসন্ধান এড়িয়ে চলুন:গুগলে গর্ভপাত সম্পর্কে অনুসন্ধান করা এড়ানো উচিত, কারণ ভারতে গর্ভপাত অবৈধ। এক্ষেত্রেও জেল হতে পারে অপরাধ প্রমাণিত হলে।
advertisement