দোকানের কর্নধার সপ্তর্ষি রায় জানান, “তাঁর এই দোকান শুরু করার চিন্তা মাথায় এসেছিল বেশ কিছুটা সময় আগে থেকে। তবে সঠিক জায়গা না পাওয়ার কারণে কিছুটা দেরিতে শুরু হল এই দোকান। তবে বর্তমানে এই দোকান জেলা সদর শহরের হেড পোস্ট অফিসের পাশেই শুরু করা হয়েছে। দোকানে একটি বিশেষ অফার রাখা হয়েছে সকলের জন্য। এই অফারে মাত্র ৭০ টাকায় কম্বো অফারে ফ্রায়েড রাইস ও চিলিচিকেন দেওয়া হচ্ছে। যা সকলের ইতিমধ্যেই পছন্দ হতে শুরু করেছে। আরও কিছু খাবার আসতে চলেছে এই দোকানে পুজোর আগেই।”
advertisement
সপ্তর্ষি রায় আরও জানান, “পুজোর আগে বিভিন্ন ধরনের পরোটা, রুটি এবং চিকেনের আরও কিছু নতুন পদ শুরু হতে চলছে। তখন গ্রাহকদের আকর্ষণ আরও কিছুটা বেড়ে উঠবে। যদিও দোকানের দাম সকলের সাধ্যের মধ্যেই রাখা হবে। যাতে সমস্ত স্তরের মানুষেরা ভাল খাবারের স্বাদ উপভোগ করতে পারে।” দোকানের গ্রাহক রানা দাস জানান, “জেলার ভাল মানের খাবারের দোকান থাকলেও খাবারের দাম অনেকটাই বেশি রয়েছে সর্বত্র। তাই এই দোকানের প্রতি গ্রাহকদের আকর্ষণ বাড়ছে। তবে আগামীতে এই দোকানের খাবারের ভ্যারাইটি আরও বাড়লে গ্রাহকরা অনেকটাই খুশি হবে।”
আরও পড়ুনঃ বাগে থাকবে সুগার! রোজ খাওয়ার আগে ‘ছোট্টো’ একটি কাজ! ১ মাসে ডায়াবেটিসের ছুটি
দুর্গাপুজোর আগে থেকেই যেভাবে কদর বেড়ে চলেছে এই খাবারের দোকানের। চলতি বছরের দুর্গা পুজোয় কম বাজেটে ভাল মানের খাবার যদি পেতে অনেকেই যাবেন এই দোকানে এটুকু নিশ্চিত। তবে শুধুই জেলার মানুষেরা নয়। জেলার বাইরের মানুষেরা যাঁরা ঘুরতে আসবেন জেলায় তাঁরাও ভিড় জমাবেন এই দোকানে দুর্গা পুজোর সময়।
Sarthak Pandit