TRENDING:

Viral : Snake hiding inside sofa set: সদ্য কেনা সোফাসেট থেকে উদ্ধার ৫ ফুট দৈর্ঘ্যের সাপ! চক্ষু চড়কগাছ ক্রেতার

Last Updated:

Snake hiding inside sofa set: ওই ক্রেতার অভিযোগ, তাঁর সদ্য কেনা সোফার ভিতরে কুণ্ডলী পাকিয়ে ছিল বোয়া কনস্ট্রিক্টর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্লোরিডা : নতুন সোফাসেটের ভিতরে উদ্ধার বিশালাকায় সাপ (snake rescued from sofa set)! চক্ষু চড়কগাছ করে দেওয়ার মতো এই ঘটনা আমেরিকার ফ্লোরিডার (Florida) ক্লিয়ারওয়াটার এলাকার৷ ওই ক্রেতার অভিযোগ, তাঁর সদ্য কেনা সোফার ভিতরে কুণ্ডলী পাকিয়ে ছিল বোয়া কনস্ট্রিক্টর (boa constrictor)৷ এই সাপকে অনেকে চেনেন ‘রেড টেইলড বোয়া’ (red tailed boa) নামেও৷ ক্লিয়ারওয়াটার পুলিশ দফতরের তরফে এই ঘটনা শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে৷
advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে মেরিলিন পাইনস এলাকার এক বাসিন্দা তাঁদের ফোনে জানান যে তাঁর অ্যাপার্টমেন্টে একটি বোয়া কনস্ট্রিক্টর আছে৷ এবং সেটি লুকিয়ে ছিল তাঁর সোফায়৷

আরও পড়ুন : রকমারি স্বাদের স্যুপ যা শীতে ওজন কমাতে অপরিহার্য

তবে সোফাসেটের ভিতর থেকে সাপটি বেরিয়ে আসেনি, কাউকে আক্রমণ করেনি৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সোফাসেটটিকে বাইরে বার করে আনে৷ তার পর সাবধানে ভিতর থেকে বার করে আনে সরীসৃপটিকে৷ ৫ ফুট দৈর্ঘ্যের সাপটিকে পরে নিয়ে যাওয়া হয় স্থানীয় পশু উদ্ধার কেন্দ্রে৷

advertisement

জানা গিয়েছে, ওই ব্যক্তি ঘটনার আগের দিনই সোফাসেটটি কিনেছেন৷ তাঁর ধারণা, দোকান থেকেই কাউচের ভিতর লুকিয়ে সাপটি এসেছিল তার বাড়িতে৷

আরও পড়ুন : স্বাদ ও উপকারিতায় জুড়িহীন, শীতে ভাল থাকতে খেতেই হবে এই পাঁচটি খাবার

advertisement

বিষহীন রেড টেইলড বোয়া প্রজাতির সাপ অনেকেই বাড়িতে রাখেন পোষ্য হিসেবে৷ ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের তরফে জানানো হয়েছে এই প্রজাতির সাপ মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আনা হয় পোষ্য করার জন্য৷ বনাঞ্চলেও এদের মাঝে মধ্যে দেখা যায়৷ অনেক সময় রক্ষণাবেক্ষণ করতে না পেরে পোষ্য সরীসৃপকে ছেড়ে দিয়ে যায় কেউ৷ বা হয়তো পোষা সাপ নিজেই বেরিয়ে পড়ে তার চেনা ঠিকানা ছেড়ে, বনের পথে৷

advertisement

আরও পড়ুন : ব্রণ থেকে রোদের কালো ছোপ—ত্বকের যে কোনও সমস্যার সমাধান লুকিয়ে মুগ ডালে

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তবে আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা এই নাগরিকের ক্ষেত্রে কী হয়েছিল, জানা যায়নি৷ সাপটি কী করে সোফাসেটের ভিতরে ঢুকে পড়ল, সে এখনও রহস্য৷ তবে সামাজিক মাধ্যমে অনেকেই মজা করে বলেছেন, ওখানেই শীতঘুমের প্রস্তুতি নিচ্ছিল বা ইতিমধ্যেই শীতঘুমের জগতে পাড়ি দিয়েছিল সরীসৃপটি৷ বুঝতে পারেনি, এভাবে ব্যাঘাত ঘটবে!

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : Snake hiding inside sofa set: সদ্য কেনা সোফাসেট থেকে উদ্ধার ৫ ফুট দৈর্ঘ্যের সাপ! চক্ষু চড়কগাছ ক্রেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল