শীতের রসনাবিলাসের মধ্যে সুস্বাদু আকর্ষণ হল স্যুপ (soups in winter)৷ একবাটি স্যুপ শুধু খিদেই মেটায়, তা নয়, বরং শরীরের প্রোটিন ও মিনারেলের অভাব দূর করে৷ শীতে ওজন কমানোর ক্ষেত্রেও ডায়েটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যুপ৷ দেখে নেওয়া যাক কোন কোন নিরামিষ স্যুপ শীতে আপনি খেতে পারেন (Vegetarian soups which help in weight loss in winter)৷