আরও পড়ুনঃ হু হু করে বাড়ছে প্রস্টেট ক্যানসার! ‘সাধারণ’ লাগলেও এই ৬ লক্ষণ আসলে ‘মরণকূপ’! সাবধান না হলেই….
নিত্যদিনের সিঙ্গারা কাকলেট ঘুগনি বাদ দিয়ে সপ্তাহে দু একদিন একটু অন্য ধরনের খাবার খেতে কে না পছন্দ করে! আর তা যদি এক হাত সমান বড় সাইজের তাহলে তো কোনও কথাই নেই। স্বল্প মূল্যে বাঁশের মতন এক হাত সমান এগরোল মিলছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পুলিশলাইন এলাকাতে। বিগত প্রায় ২০ বছর যাবৎ এই ছোট্ট দোকানটিতে বিগ সাইজ রোলের পাশাপাশি রকমারি ফাস্টফুড বিক্রি হচ্ছে। তবে দাম কত জানেন কি? মাত্র ৪০ টাকা মূল্যের এগরোল এবং ৬০ টাকা মূল্যের চিকেন রোল বিক্রি হয়ে যায় দেদার।
advertisement
যদিও ক্রেতাদের কথায় একা কেউ এই রোল খেতে পারবেন না। সহজে এই রোল খেতে লাগবে দুই থেকে তিনজন। যদি দুই থেকে তিনজন এই রোল খায় তবে তাদেরও পেট ভরে যাবে। অনায়াসে ৪০ টাকার দামে এই রোল বিক্রি করে থাকেন থাপাবাবু। বিগত ২০ বছর ধরে বালুরঘাট শহরের পুলিশ লাইন গেটের উল্টোদিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বাঁশের মতন সাইজের এক হাত সমান রোল তৈরি করে। এমনকি অনেক ক্রেতাদের হাত খালি নিয়েই ফিরে যেতে হয় এই দোকান থেকে। নিমিষেই যেন শেষ হয়ে যায় থাপা বাবুর হাতে তৈরি বিগ সাইজ রোল।