TRENDING:

Winter Hair Care: সহজ এই উপায়গুলিতে শীতেও চুল থাকে মোলায়েম

Last Updated:

Winter Hair Care: শীতকালেও চুল মোলায়েম রাখা দুঃসাধ্য নয়৷ তার জন্য মানতে হবে পাঁচটি টিপস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূমায়িত কফির পেয়ালার সঙ্গে শীত যে উপভোগ্য, সে বিষয়ে সন্দেহ নেই৷ কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য এই ঋতু অনেকের কাছেই ত্রাসের (Hair care in winter)৷ কারণ এই ঋতুতে ত্বক এ চুল হারিয়ে ফেলে স্বাভাবিক আর্দ্রতা৷ ফলে বাড়তি পুষ্টিসাধনের প্রয়োজন হয়েই পড়ে৷ স্ক্যাল্পের শুষ্কতা, খুসকি, ডগা ফেটে যাওয়া-সহ চুলের একাধিক সমস্যায় ভুগতে হয় শীতকালে৷ তবে শীতকালেও চুল মোলায়েম রাখা দুঃসাধ্য নয়৷ তার জন্য মানতে হবে পাঁচটি টিপস৷ বেসিক এই উইন্টার কেয়ার টিপসে আপনার চুল শীতেও থাকবে তাক লাগানো৷
advertisement

বেশি গরম জলে কখনই চুল ধোবেন না৷ তাহলে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়৷ শীতকালে ঠান্ডা জলে স্নান করাও সমস্যা৷ তাই ঈষদুষ্ণ জলে চুল প্রথমে ধুয়ে ফেলুন৷ তার পর আবার ঠান্ডা জলে ধুয়ে নিন৷

আরও পড়ুন : শুধু রান্না নয়, নুনে লুকিয়ে রূপচর্চার রহস্যও

শীতে চুল ভাল রাখার মূলমন্ত্র হল ময়শ্চারাইজিং৷ সপ্তাহে এক বার চুলে দিন লিভ ইন কন্ডিশনার৷ বিভিন্ন স্টাইলিং উপাদান, রুক্ষতা-সহ নানা সমস্যা থেকে আপনার চুল ভাল থাকবে৷ লিভ ইন কন্ডিশনার আপনার চুল ঘিরে আবরণের বর্ম তৈরি করবে৷

advertisement

আরও পড়ুন : শীতে ব্রকোলি খান না? অবহেলায় বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে

স্ট্রেটনার, ব্লো ড্রায়ার, কার্লারের মতো জিনিস শীতে চুলে ব্যবহার না করাই ভাল৷ কারণ এর ফলে চুল রুক্ষ হয়ে গিয়ে স্প্লিট এন্ডস দেখা দেয়৷ যদি স্টাইলিং প্রডাক্ট ব্যবহার করতেই হয়, তাহলে হেয়ার সেরাম ব্যবহার করুন৷

আরও পড়ুন : উপকারিতায় ভরপুর ঠেকুয়া সমাধান করে অনেক শারীরিক সমস্যার

advertisement

শীতের রুক্ষতায় চুল ভাল রাখতে তেলের কোনও বিকল্প নেই৷ চুলের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত তেল মালিশ করুন৷ স্ক্যাল্প থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত অয়েল মাসাজ করতে হবে৷ নারকেল তেল, অলিভ অয়েলের মতো যে কোনও হাল্কা তেল বেছে নিতে পারেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

চুলের স্বাভাবিক আর্দ্রতা কিছুটা হলেও নষ্ট হয়ে যায় শ্যাম্পু করা হলে৷ তাই চুল খুব রুক্ষ হলে শীতে বেশি শ্যাম্পু না করাই ভাল৷ দু’ বার শ্যাম্পু করার মাঝে বিরতি বাড়িয়ে দিন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Hair Care: সহজ এই উপায়গুলিতে শীতেও চুল থাকে মোলায়েম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল