এ-বিষয়ে চকবাজারের এক পাঞ্জাবির দোকানের বিক্রেতা মনোজ কুমার গুপ্তা বলেন, বেশ কিছু ট্রেন্ডিং পাঞ্জাবি এ-বছর মার্কেটে চলছে। তার মধ্যে ডিজিটাল প্রিন্ট, হ্যান্ডলুমের কাজ , মা দুর্গার ছবি দেওয়া বিশেষ পাঞ্জাবি এই সময় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মূলত দুর্গাপুজো উপলক্ষেই এই পাঞ্জাবি গুলির চাহিদা বাড়ে।
advertisement
এ বিষয়ে এক ক্রেতা পুতুল দেওঘরিয়া বলেন, তিনি কমবেশি সারা বছরই এই দোকান থেকে পাঞ্জাবি কিনে থাকেন। পুজোর সময় একেবারে নতুন কালেকশনের পাঞ্জাবি কিনতে তিনি এসেছেন। পাঞ্জাবি কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। দুর্গাপুজোয় ট্রেন্ডিং পাঞ্জাবির যথেষ্ট ভাল কালেকশন রয়েছে। এই সমস্ত ট্রেন্ডিং পাঞ্জাবি পেয়ে তিনি খুবই খুশি।
দুর্গাপুজো মানেই নতুন জামা কাপড়। সেই জামা কাপড়ের তালিকায় অনেকখানি জায়গা করে নেয় পাঞ্জাবি। কারণ বাঙ্গালী পুজোয় বাঙালিয়ানা ছোঁয়া থাকবে না তা কি হয়। তাইতো এই সময় পাঞ্জাবি চাহিদা অনেকখানি বেড়ে যায়। আর বর্তমান প্রজন্মের কাছে এই সমস্ত ট্রেন্ডিং পাঞ্জাবি যথেষ্ঠ জনপ্রিয় হয়ে উঠেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি