পাহাড়ি এলাকায় নিস্তব্ধ পরিবেশে এখানের প্যানারমিক ভিউ পয়েন্ট সবার ভীষণ পছন্দ হচ্ছে। তাই ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে সকলেই ঘুরে আসতে পারেন অসাধারণ এই জায়গায়। এখানে তিনটি ট্রি হাউজ একটি ডোম টেন্ট করা রয়েছে। যেখানে বসে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন নিশ্চিন্তে, সঙ্গে পাহাড়ি খাবার তো রয়েছেই।
আরও পড়ুনঃ দাম বেশি বলে কেনার আগে ভাবেন? নিংড়ায় কোলেস্টেরল, কমায় ওজন! শীতের সবজি ব্রকলি ডায়াবেটিস রোগীরা খাবেন?
advertisement
এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের সদস্য সন্দীপ রায় বলেন, “এই জায়গাটি লোকে এখন ভীষণ পছন্দ করছেন এখানে সমস্ত রকম খাবার-দাবার এবং থাকার ব্যবস্থাও রয়েছে। আমরা থাকার জন্য প্রতিজন হিসেবে ১৬০০ টাকা করে নিয়ে থাকি। অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঘুরতে এসেছিলেন আব্দুল কাদের। তিনি বলেন, “পাহাড়ের কোলে অসাধারণ এই জায়গাটি। আমি ফেসবুকে দেখেছিলাম তারপর এই পরিবারকে সঙ্গে নিয়ে প্রায় তিন ঘন্টা সময় এখানে কাটালাম। সত্যিই দারুণ জায়গা।”
শিলিগুড়ি থেকে এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঘুরতে এসেছিলেন গণেশ মণ্ডল, তিনি বলেন, ” ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা এই স্থান। শিলিগুড়ি থেকে একেবারেই কাছেই তাই যখন তখন আমরা চলে আসতে পারি। আমি আজ প্রথম এলাম। দারুন উপভোগ করলাম। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে মজাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল।” তাই ছুটির দিনে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সময় কাটাতে চলে আসুন এই স্যালভেশন অ্যাডভেঞ্চার ক্যাম্পে। তবে এখানে থাকতে গেলে আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে।
অনির্বাণ রায়