Health Tips: দু-চারটে পাতার সঙ্গে গোলমরিচ, মোমের মতো গলে কিডনি-গলব্লাডারের পাথর, এই গাছ সাক্ষাৎ ঈশ্বর, শুধু জানুন ব্যবহার

Last Updated:
Health Tips: শরীরে জমা পাথর নিরাময়ে অলৌকিক এক ওষুধের মতো কাজ করে বলেই এই উদ্ভিদকে পাথরচাটা নামে ডাকা হয়ে থাকে। আমরা অনেকেই এর সম্পর্কে তেমন অভিগত নই। জেনে নেওয়া যাক আয়ুর্বেদে পাথরচাটাকে কেন অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে।
1/9
*নাম থেকেই এর কার্যকারিতার আঁচ অনেকে পেয়ে যাবেন। শরীরে জমা পাথর নিরাময়ে অলৌকিক এক ওষুধের মতো কাজ করে বলেই এই উদ্ভিদকে পাথরচাটা নামে ডাকা হয়ে থাকে। আমরা অনেকেই এর সম্পর্কে তেমন অভিগত নই। জেনে নেওয়া যাক আয়ুর্বেদে পাথরচাটাকে কেন অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি। 
*নাম থেকেই এর কার্যকারিতার আঁচ অনেকে পেয়ে যাবেন। শরীরে জমা পাথর নিরাময়ে অলৌকিক এক ওষুধের মতো কাজ করে বলেই এই উদ্ভিদকে পাথরচাটা নামে ডাকা হয়ে থাকে। আমরা অনেকেই এর সম্পর্কে তেমন অভিগত নই। জেনে নেওয়া যাক আয়ুর্বেদে পাথরচাটাকে কেন অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*আসলে, পাথরচাটা গাছ অনেক রোগের প্রতিষেধক। যে কেউ সহজে বাড়িতেই এই গাছ লাগাতে পারে। পাথরচাটার পাতা খেলে অনেক রোগ সেরে যায়। পাথরচাটা ভারতে একটি ব্যাপকভাবে জন্মানো আয়ুর্বেদিক উদ্ভিদ। সংগৃহীত ছবি। 
*আসলে, পাথরচাটা গাছ অনেক রোগের প্রতিষেধক। যে কেউ সহজে বাড়িতেই এই গাছ লাগাতে পারে। পাথরচাটার পাতা খেলে অনেক রোগ সেরে যায়। পাথরচাটা ভারতে একটি ব্যাপকভাবে জন্মানো আয়ুর্বেদিক উদ্ভিদ। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*এই উদ্ভিদ রসালো এবং খেতে সামান্য টক। আয়ুর্বেদ অনুসারে এই গাছটি অনেক ঔষধি গুণে পরিপূর্ণ। এটি প্রস্রাবের মাধ্যমে কিডনির পাথর অপসারণে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। সংগৃহীত ছবি। 
*এই উদ্ভিদ রসালো এবং খেতে সামান্য টক। আয়ুর্বেদ অনুসারে এই গাছটি অনেক ঔষধি গুণে পরিপূর্ণ। এটি প্রস্রাবের মাধ্যমে কিডনির পাথর অপসারণে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*আঞ্চলিক আয়ুর্বেদিক ও ইউনানি মেডিসিন অফিসার ডা. সুরেশ কুমার সাচান লোকাল 18-এর সঙ্গে কথা বলার সময় জানান যে, পাথরচাটা গাছ অনেক রোগে উপকারী। এটি খেলে অনেক রোগ নিরাময় হয়। কেউ যদি স্টোনের সমস্যায় ভুগে থাকে, তাহলে পাথরচাটা সেবন করতে পারে। যদিও এই বিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার পর খাওয়াটাই উচিত কাজ হবে। সংগৃহীত ছবি। 
*আঞ্চলিক আয়ুর্বেদিক ও ইউনানি মেডিসিন অফিসার ডা. সুরেশ কুমার সাচান লোকাল 18-এর সঙ্গে কথা বলার সময় জানান যে, পাথরচাটা গাছ অনেক রোগে উপকারী। এটি খেলে অনেক রোগ নিরাময় হয়। কেউ যদি স্টোনের সমস্যায় ভুগে থাকে, তাহলে পাথরচাটা সেবন করতে পারে। যদিও এই বিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার পর খাওয়াটাই উচিত কাজ হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*এই গাছটির বিশেষত্ব হল এটি লাগানোর জন্য কোনও বীজের প্রয়োজন হয় না। এটি শুধুমাত্র এর পাতা দ্বারা জন্মায়। কারও বাড়িতে একটি পাত্রে রোপণ করলে, সহজেই একটি পাতা থেকে অনেক গাছপালা জন্মাতে পারে। সংগৃহীত ছবি। 
*এই গাছটির বিশেষত্ব হল এটি লাগানোর জন্য কোনও বীজের প্রয়োজন হয় না। এটি শুধুমাত্র এর পাতা দ্বারা জন্মায়। কারও বাড়িতে একটি পাত্রে রোপণ করলে, সহজেই একটি পাতা থেকে অনেক গাছপালা জন্মাতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*পাথরচাটা আয়ুর্বেদে একটি উল্লেখযোগ্য নাম। কিডনির পাথরের পাশাপাশি এটি পিত্তথলির পাথরও দূর করে। এক নজরে দেখে নেওয়া যাক পাথরচাটার স্বাস্থ্য উপকারিতা। সংগৃহীত ছবি। 
*পাথরচাটা আয়ুর্বেদে একটি উল্লেখযোগ্য নাম। কিডনির পাথরের পাশাপাশি এটি পিত্তথলির পাথরও দূর করে। এক নজরে দেখে নেওয়া যাক পাথরচাটার স্বাস্থ্য উপকারিতা। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*ডা. সুরেশ কুমার সাচানের মতে, এই উদ্ভিদ পাথর দ্রবীভূত করে। কিডনির পাথর দূর করতে পাথরচাটা খুবই উপকারী। এটি ৪০ দিনের জন্য খাওয়া যেতে পারে। কারও যদি অন্য কোনও রোগ থাকে তাহলে এটি একটি আয়ুর্বেদিক চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। সংগৃহীত ছবি। 
*ডা. সুরেশ কুমার সাচানের মতে, এই উদ্ভিদ পাথর দ্রবীভূত করে। কিডনির পাথর দূর করতে পাথরচাটা খুবই উপকারী। এটি ৪০ দিনের জন্য খাওয়া যেতে পারে। কারও যদি অন্য কোনও রোগ থাকে তাহলে এটি একটি আয়ুর্বেদিক চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*দুই থেকে চারটি পাতার রসের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এটি খাওয়া যেতে পারে। সকালে ও সন্ধ্যায় একটি করে এর পাতা খাওয়া যেতে পারে। এটি নিয়মিত খেলে পাথর বালির মতো দ্রবীভূত হয়ে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসবে। সংগৃহীত ছবি। 
*দুই থেকে চারটি পাতার রসের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এটি খাওয়া যেতে পারে। সকালে ও সন্ধ্যায় একটি করে এর পাতা খাওয়া যেতে পারে। এটি নিয়মিত খেলে পাথর বালির মতো দ্রবীভূত হয়ে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসবে। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*মাথাব্যথা: মাথাব্যথায় ভুগছে এমন মানুষও পাথরচাটা থেকে খুবই উপকার পেতে পারে। শুধু সাধারণ মাথাব্যথাই নয়, মাইগ্রেনের ব্যথা থেকেও মুক্তি পেতে পাথরচাটা পাতার পেস্ট মাথায় লাগালে উপকার পাওয়া যায়। পাথরচাটা পাতা পিষে তার পেস্ট কপালে লাগাতে হবে। সংগৃহীত ছবি।
*মাথাব্যথা: মাথাব্যথায় ভুগছে এমন মানুষও পাথরচাটা থেকে খুবই উপকার পেতে পারে। শুধু সাধারণ মাথাব্যথাই নয়, মাইগ্রেনের ব্যথা থেকেও মুক্তি পেতে পাথরচাটা পাতার পেস্ট মাথায় লাগালে উপকার পাওয়া যায়। পাথরচাটা পাতা পিষে তার পেস্ট কপালে লাগাতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement