TRENDING:

Cracked Heels Home Remedy: শীতে গোড়ালি ফাটাকে বলুন গুডবাই! রান্নাঘরের এই উপাদানেই সমস্যার সমাধান! জানুন

Last Updated:

Cracked Heels Home Remedy: ঘরোয়া উপায়ে নামমাত্র খরচে এবার আটকানো যাবে পায়ের গোড়ালি ফাটা, কীভাবে জানুন 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: শীতকালেই প্রত্যেকেই শারীরিক নানা সমস্যা নিয়ে চিন্তায় থাকেন। ঠোঁট, গাল ফাটার পাশাপাশি শীতের সময় পায়ের গোড়ালি ফাটে বিভিন্ন জনের।শীতকালে পায়ের যত্ন নিয়ে চিন্তিত থাকেন? শীতে পা ফাটাকে ভয়? ঘরোয়া জিনিসে নাম মাত্র খরচে এই উপায়ে দূরে রাখুন সমস্যা। পা ফাটা সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে তা সবিস্তারে তুলে ধরলেন মেকআপ আর্টিস্ট মলি হড়।
advertisement

বহু খরচ করে ক্রিম বা পার্লারে গিয়ে সমাধান নয়। নামমাত্র খরচে, বাড়িতে থাকা নানান উপাদান দিয়ে সহজেই পা ফাটা রোধ করা যাবে। প্রয়োজন হবে না দামি দামি ওষুধ কিংবা ক্রিমের। সহজলভ্য কয়েকটি উপাদান দিয়েই আপনি সুন্দর রাখতে পারেন আপনার পায়ের পাতা। শীতকালের উত্তুরে হাওয়া আর শুষ্ক আবহাওয়ার হাত ধরে আসা যে সব সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় প্রায় বেশিরভাগ মানুষকে, পা ফাটা তার অন্যতম। অনেকেরই সারা বছর কম-বেশি পা ফাটে। তবে শীতে যেন এই কষ্ট লাগামছাড়া।

advertisement

আরও পড়ুন: বিড়ি বেঁধেই সংসার চলত! এখন তিনিই কোটিপতি! মাত্র দেড়শো টাকায় বদলে গেল কপাল

পায়ের পাতার তলদেশে এর প্রভাব সবচেয়ে বেশি। পা ফেটে চামড়া উঠে যাওয়ার সমস্যা যেমন থাকে, তেমন অনেকের আবার রক্তও বের হয়। তবু রূপচর্চায় পায়ের পাতাকেই সবচেয়ে বেশি অবহেলা করেন সকলে। অথচ সারা বছর সামান্য যত্নেই পায়ের তলা আরামে থাকে। শীতেও এই যত্নের বিনিময়েই পা থাকতে পারে নরম ও মসৃণ। পেঁয়াজ, খাবার সোডা, শ্যাম্পু, হলুদ গুঁড়োতেই মিলবে সমস্যার সমাধান। প্রথমে একটি পাত্রে অর্ধেক পেঁয়াজ বাটা নিতে হবে। এতে মেশাতে হবে সামান্য পরিমাণ খাবার সোডা। এরপর সামান্য হলুদ গুড়োএবং শ্যাম্পু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি যত্ন সহকারে লাগাতে হবে পায়ের পাতায়।

advertisement

View More

কিছুক্ষণ পর তা ধুয়ে পা পরিষ্কার করে, অপর একটি মিশ্রণ লাগাতে হবে। সেই মিশ্রণ তৈরি করতে প্রয়োজন আর অর্ধেকটা পেঁয়াজের বাটা, সামান্য সরষের তেল হালকা গরম করে নিতে হবে, সামান্য কাঁচা হলুদের গুঁড়ো এবং ভেসলিন। তৈরি করা মিশ্রণ এরপর পায়ে লাগিয়ে দিতে হবে। প্রসঙ্গত শীতের সময় বেশ কয়েকদিন ঘরোয়া উপায়ে এই মিশ্রণ তৈরি করে লাগালে রেহাই পাওয়া যাবে পা ফাটা থেকে। মিলবে সুরাহা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cracked Heels Home Remedy: শীতে গোড়ালি ফাটাকে বলুন গুডবাই! রান্নাঘরের এই উপাদানেই সমস্যার সমাধান! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল