TRENDING:

Cornetto But Not IceCream: বলুন তো কী এই ডিশ? আইসক্রিমের মতো দেখতে হলেও কোনও ঠান্ডা আইটেম নয়!

Last Updated:

North Dinajpur News:

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: করনাটো আইসক্রিম তো অনেক খেয়েছেন এবার খেয়ে দেখুন ৪০ টাকা দিয়ে নিত্যানন্দ স্পেশাল পনির করনাটো। সকল খাদ্য রসিকের পছন্দের তালিকার উপরের দিকেই থাকে পনির। বাঙালি মসলা দিয়ে বাড়িতে কিংবা রেস্টুরেন্টে পনির খেয়ে থাকেন। কিন্তু কখনও করনাটো আইস ক্রিমের আকারে পনির করনাটো টেস্ট করে দেখেছেন?
advertisement

দেখতে করনাটো আইসক্রিমের মত হলেও আইসক্রিম নয়, টেস্ট পাবেন পনিরের তবে এই পনির একটু অন্য স্বাদের। এই অন্য স্বাদের পনিরের রেসিপি টেষ্ট করতে হলে আপনাকে আসতেই হবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মহিনগরে। কালিয়াগঞ্জে পনিরের এই রেসিপি নিয়ে হাজির হয়েছেন শিবু দাস ও অনু মণ্ডল এই দম্পতি। এই দম্পতির হাতের তৈরি পনির করনেটো এতোটাই টেস্টি যা খেলে পনিরের অন্য রেসিপি গুলো ভুলে যাবেন।

advertisement

আরও পড়ুনPaneer Recipe: সামান্য কিছু উপকরণ আর তাতেই হিট পনিরের এই পদ! একবার বাড়িতে বানিয়ে দেখুন

মাত্র ৪০ টাকায় পনির করনাটো খেতে সকাল থেকেই ভিড় জমে এই দোকানে। দোকানের মালিক অনু দাস জানান, বর্তমানে ছেলেমেয়েরা প্রত্যেকেই নতুন কিছু খাবার খোঁজেন। তাদের আকর্ষণ করতেই করনাটো আইসক্রিমের আকারে এই পনির করনাটো তৈরি করা হয়েছে।

advertisement

View More

অনু দাস আরও জানান,তিনি ইউটিউব দেখে পুরোপুরি নিরামিষ ভাবে ভাবে এই পনির রেসিপিটি তৈরি করেছেন।এই পনির করনাটো তে থাকে বাদাম , কিসমিস,পনির, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, আলু সহ বিভিন্ন ধরনের সবজি।সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে মসলা দিয়ে কষিয়ে । পারুটির মধ্যে ভরিয়ে করনাটো সেপ তৈরি করে বিস্কিট গুঁড়ো, কর্নফ্লাওয়ার এর মিশ্রণে ডুবিয়ে এগুলো তৈরি করা হয়। সন্ধ্যের জলখাবার হোক কিংবা জন্মদিন বা বিয়ে বাড়ি যেকোনো অনুষ্ঠানেই চায়ের সাথে বেশ জমে যাবে এই পনির করনাটো। আর এই পনির করনাটো খেতে হলে আপনাকে আসতেই হবে কালিয়াগঞ্জ এর মহিনগরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cornetto But Not IceCream: বলুন তো কী এই ডিশ? আইসক্রিমের মতো দেখতে হলেও কোনও ঠান্ডা আইটেম নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল