TRENDING:

Weekend Trip: বীরভূমের 'এই' গ্রাম্য দোকানে রান্না করেছিলেন মমতা! মিলেছে আদর্শ গ্রামের তকমা, জানেন কোথায়? ঘুরে আসুন সপ্তাহান্তে

Last Updated:

Weekend Trip: বীরভূমের মধ্যে অবস্থিত ৫১ সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ। প্রত্যেকদিন দূর-দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন সতীপীঠ দর্শনে। বীরভূমের মধ্যে অবস্থিত তারাপীঠ মা তারার মন্দির যেখানে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূম, মূলত কমবেশি সকলেই এই নামের সঙ্গে পরিচিত। মূলত লাল মাটির জেলা বীরভূম। আর এই বীরভূমের আনাচ-কানাচে লুকিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। বীরভূমের মধ্যে অবস্থিত ৫১ সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ। প্রত্যেকদিন দূর-দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন সতীপীঠ দর্শনে। বীরভূমের মধ্যে অবস্থিত তারাপীঠ মা তারার মন্দির যেখানে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। এর পাশাপাশি বীরভূমের অন্যতম একটি জায়গা কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন।
advertisement

এই বোলপুর শান্তিনিকেতনের সঙ্গে কবিগুরুর হাজার অজানা কাহিনী জড়িয়ে। কবিগুরুর বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি শান্তিনিকেতন বোলপুরের মূল আকর্ষণ সোনাঝুরির হাট। প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার বড় আকারে এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে আদর্শ গ্রাম। আর এই গ্রামে প্রবেশ করলে মনে হবে আপনি যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন।

advertisement

আরও পড়ুনঃ বাড়িতে অকারণেই বাড়ছে ছোট-বড় টিকটিকির সংখ্যা? এই ইঙ্গিত শুভ নাকি এতেই ছারখার সংসার? জ্যোতিষীর মত জানুন

চারিদিকে বিভিন্ন গাছপালা তার সঙ্গে মাটির বাড়িতে বিভিন্ন কারুকার্য হয়ে উঠতে পারে আপনার সেরা ডেস্টিনেশন। তবে এবার আপনার মনে প্রশ্ন হতেই পারে কোথায় রয়েছে এই আদর্শ গ্রাম? এই আদর্শ গ্রামের কিন্তু আসল নাম ‘বল্লভপুর ডাঙা’। খাতায়-কলমে ‘বল্লভপুর’। তবে বিগত কয়েক বছর ধরে এই গ্রাম আদর্শ গ্রাম নামে পরিচিত। তবে হঠাৎ কেন এই গ্রামের নাম আদর্শ গ্রাম হয়েছে?

advertisement

View More

আরও পড়ুনঃ সাপের বদলা…! মাঠ থেকে তাড়া করে ঘরে ঢুকে তিন তিনবার ছোবল! স্বামীকে বাঁচাতে ঘাতক সাপকে মারল বউ! এরপর আচমকা টুইস্ট, মুহূর্তে যা ঘটল…

প্রসঙ্গত, কয়েক বছর আগে ডিসেম্বর মাসে বোলপুর সফর সেরে ফেরার পথে অচমকা স্থানীয় আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের সঙ্গে কথা বলার সঙ্গে স্থানীয় একটি দোকানে খুন্তি হাতে আলু-বরবটির তরকারি রান্নায় হাত লাগান মুখ্যমন্ত্রী। আর এর পরেই তিনি ওই গ্রামে ঢুকে বলেন এই গ্রামকে ‘মডেল গ্রাম’ অর্থাৎ আদর্শ গ্রাম গড়ে তুলবেন। আর এরপর থেকেই সকলের মুখে বল্লভপুর ডাঙা এখন আদর্শ গ্রাম নামে পরিচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: বীরভূমের 'এই' গ্রাম্য দোকানে রান্না করেছিলেন মমতা! মিলেছে আদর্শ গ্রামের তকমা, জানেন কোথায়? ঘুরে আসুন সপ্তাহান্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল