এই বোলপুর শান্তিনিকেতনের সঙ্গে কবিগুরুর হাজার অজানা কাহিনী জড়িয়ে। কবিগুরুর বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি শান্তিনিকেতন বোলপুরের মূল আকর্ষণ সোনাঝুরির হাট। প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার বড় আকারে এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে আদর্শ গ্রাম। আর এই গ্রামে প্রবেশ করলে মনে হবে আপনি যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন।
advertisement
চারিদিকে বিভিন্ন গাছপালা তার সঙ্গে মাটির বাড়িতে বিভিন্ন কারুকার্য হয়ে উঠতে পারে আপনার সেরা ডেস্টিনেশন। তবে এবার আপনার মনে প্রশ্ন হতেই পারে কোথায় রয়েছে এই আদর্শ গ্রাম? এই আদর্শ গ্রামের কিন্তু আসল নাম ‘বল্লভপুর ডাঙা’। খাতায়-কলমে ‘বল্লভপুর’। তবে বিগত কয়েক বছর ধরে এই গ্রাম আদর্শ গ্রাম নামে পরিচিত। তবে হঠাৎ কেন এই গ্রামের নাম আদর্শ গ্রাম হয়েছে?
প্রসঙ্গত, কয়েক বছর আগে ডিসেম্বর মাসে বোলপুর সফর সেরে ফেরার পথে অচমকা স্থানীয় আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের সঙ্গে কথা বলার সঙ্গে স্থানীয় একটি দোকানে খুন্তি হাতে আলু-বরবটির তরকারি রান্নায় হাত লাগান মুখ্যমন্ত্রী। আর এর পরেই তিনি ওই গ্রামে ঢুকে বলেন এই গ্রামকে ‘মডেল গ্রাম’ অর্থাৎ আদর্শ গ্রাম গড়ে তুলবেন। আর এরপর থেকেই সকলের মুখে বল্লভপুর ডাঙা এখন আদর্শ গ্রাম নামে পরিচিত।
সৌভিক রায়





