Snake Bite: সাপের বদলা...! মাঠ থেকে তাড়া করে ঘরে ঢুকে তিন তিনবার ছোবল! স্বামীকে বাঁচাতে ঘাতক সাপকে মারল বউ! এরপর আচমকা টুইস্ট, মুহূর্তে যা ঘটল...

Last Updated:

Snake Bite: এক যুবককে সাপে কামড়, বিষয়টি জানতে পেরেই ওই যুবকের স্ত্রী সাপের পিছু নেন। ক্রোধের বশে তিনি সাপটিকে মেরে ফেলেন। সাপটি মারা যাওয়ার পর সেখানে আরও একটি সাপ আসে। তারপর যা ঘটল তা আরও মর্মান্তিক...!

News18
News18
ফিরোজাবাদ: বলিউড ছবিতে আপনি নিশ্চয়ই সাপের প্রতিশোধের গল্প দেখেছেন। ফিরোজাবাদ জেলার টুন্ডলা থানা এলাকার আলিনগর কাইঞ্জরায়ে একইরকম ঘটনা ঘটেছে। এখানে এক যুবককে সাপে কামড়ায়, বিষয়টি জানতে পেরেই ওই যুবকের স্ত্রী সাপের পিছু নেন। ক্রোধের বশে তিনি সাপটিকে হত্যা করেন। সাপটি মারা যাওয়ার পর সেখানে আরও একটি সাপ আসে। তারপর যা ঘটল তা আরও মর্মান্তিক…! সাপের কাহিনী নিয়ে পুরো এলাকায় ভয় ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়েছে।
আলিনগর কাইঞ্জরার রাজা কা তালের বাসিন্দা মহেশ নিশাদের ছেলে শিবম নিশাদ রবিবার মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় তার পা সাপের ওপর পড়ে। আতঙ্কিত হয়ে ওই যুবক সেখান থেকে পালিয়ে গ্রামে চলে যায়। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই যুবকের পিছু পিছু গ্রামে আসে সাপটি। যুবকের ঘরে পৌঁছে বিছানায় উঠে তাকে ছোবল মারে। ওই যুবকের পরিবারের লোকজন সাপটিকে মেরে ফেলে। সাপের কামড়ে ওই যুবকের অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ‘রাজা রঘুবংশীর খু*নে ভয় পেয়েছি…!’, ভাইপোর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী! কাকিমা-ভাইপোর সুহাগরাতের কাহিনী ভাইরাল
হাসপাতালে চার-পাঁচ ঘণ্টা কাটানোর পরে পরিবারের সকলে যখন বাড়ি ফেরে তখন সামনের দৃশ্য ছিল বলিউড সিনেমার মতো। অন্য একটি সাপ, মৃত সাপের কাছে বসেছিল। গুড়িয়া বলেন, সাপটি তার স্বামীকে আক্রমণ করতে না পারে, সেই আশঙ্কায় সাপটিকে মেরেছিলেন তিনি। এরপরই ফের অবনতি হতে শুরু করে শিবমের শরীরের। ওই যুবককে চিকিৎসার জন্য আগ্রার এসএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসককে দেখানোর জন্য পরিবার সেই সাপের ছবিও নিয়ে যান।
advertisement
advertisement
শিবম কৃষিকাজের কাজ করতেন। শিবম নিষাদ ঘরে ঘুমোচ্ছিলেন। রোববার সকালে সাপটি হাতে ও পায়ে তিন জায়গায় কামড় দেয়। সাপের কামড়ে ওই যুবকের বাড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। মৃত সাপের কাছে সাপের আগমনের ঘটনাকে মানুষ প্রতিশোধের গল্পের সঙ্গে জুড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Snake Bite: সাপের বদলা...! মাঠ থেকে তাড়া করে ঘরে ঢুকে তিন তিনবার ছোবল! স্বামীকে বাঁচাতে ঘাতক সাপকে মারল বউ! এরপর আচমকা টুইস্ট, মুহূর্তে যা ঘটল...
Next Article
advertisement
এ কী! খুলছে না ChatGPT! বিশ্বের বিভিন্ন প্রান্তে থমকে এক্স অ্যাকাউন্ট, ক্যানভা! কী থেকে হল, দুশ্চিন্তার চর্চা
এ কী! খুলছে না ChatGPT! বিশ্বের বিভিন্ন প্রান্তে থমকে X অ্যাকাউন্ট, ক্যানভা! কেন জানুন
  • Cloudflare সার্ভার বিভ্রাটে X, ChatGPT, Canva সহ বহু ওয়েবসাইট বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে.

  • ভারতেও প্রভাব পড়েছে, DownDetector রিপোর্টে X মোবাইল অ্যাপে ৬১% ব্যবহারকারী সমস্যার সম্মুখীন.

  • Cloudflare নিশ্চিত করেছে যে তারা সমস্যাটি তদন্ত করছে এবং শীঘ্রই আপডেট দেবে.

VIEW MORE
advertisement
advertisement