Aunt-Nephew Marriage: 'রাজা রঘুবংশীর খু*নে ভয় পেয়েছি...!', ভাইপোর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী! কাকিমা-ভাইপোর সুহাগরাতের কাহিনী ভাইরাল

Last Updated:

Chachi-Bhatija Love Story: স্বামীকে ছেড়ে ভাগ্নেকে বিয়ে! এই মুহূর্তে সারা দেশে আলোচনায় এসেছে এমনই এক লজ্জাজনক ঘটনা। বিহারের জামুই জেলার সিকেরিয়া গ্রামের এই বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

News18
News18
জামুই: স্বামীকে ছেড়ে ভাগ্নেকে বিয়ে! এই মুহূর্তে সারা দেশে আলোচনায় এসেছে এমনই এক লজ্জাজনক ঘটনা। বিহারের জামুই জেলার সিকেরিয়া গ্রামের এই বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। আয়ুষী দুবে তাঁর স্বামী বিশাল দুবেকে ছেড়ে ভাইপো শচীন দুবেকে বিয়ে করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ঠিক কী ঘটেছিল, তা জানা গিয়েছে…
জামুই জেলার সিকেরিয়া গ্রামের বাসিন্দা আয়ুষী দুবে তাঁর ভাইপো শচীন দুবেকে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন। স্বামী বিশাল জানান, ভাইপো স্ত্রীকে নিয়ে গিয়েছে। ২০২১ সালে পাটনার বাসিন্দা আয়ুষীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তখন তিনি ফ্লিপকার্ট কোম্পানিতে চাকরি করতেন, তাতেই চলত সংসার। বিয়ের পর আয়ুষী একটি সন্তানের জন্ম দেন। বাড়িতে বৃদ্ধ বাবা-মাও ছিলেন, তাই বিশাল সচিনকে বাড়ি সামলানোর দায়িত্ব দেন। কিন্তু সেই অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি।
advertisement
আরও পড়ুনঃ ‘ওর বাবাকে ডেকে শাসিয়েছিলাম, তারপরেও…’, মনোজিৎ আরও কত ভয়ঙ্কর! বিস্ফোরক অভিযোগ ‘গডফাদার’ অশোক দেবের
বিশাল জানিয়েছেন, ভাইপোর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আয়ুষীর। ঘনিষ্ঠতা বাড়ছে বুঝতেও পেরেছিলেন। এরপর বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয় দু’জনে। গত ১৫ জুন বাড়ি থেকে পালিয়ে যায় আয়ুষি এবং সচিন। পরে পুলিশের হস্তক্ষেপে মন্দিরেই বিয়ে করেন।
advertisement
advertisement
বিশাল বলেন, রাজা রঘুবংশীর ঘটনা সামনে আসার পরে ভয় পেয়েছিলাম। বুঝতে পারছিলাম আমি কোনও সমস্যা করলে আমারও অবস্থা ইনদওরের রাজা রঘুবংশীর মতোই হবে না। তাই স্ত্রীর সিদ্ধান্তে কোনও বাধা দিইনি। মন্দিরে আয়ুষী ও সচিনের বিয়ের সময়ও উপস্থিত ছিলেন বিশাল।
advertisement
প্রেম, বিয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও, যেখানে ভোজপুরি গানের উপর রিল বানাচ্ছেন আয়ুষী দুবে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন সচিন এবং ভোজপুরি গানে নাচছেন আয়ুশী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Aunt-Nephew Marriage: 'রাজা রঘুবংশীর খু*নে ভয় পেয়েছি...!', ভাইপোর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী! কাকিমা-ভাইপোর সুহাগরাতের কাহিনী ভাইরাল
Next Article
advertisement
Numerology 2026: সংখ্যাতত্ত্বে ২০২৬: দেখে নিন এই বছর কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সংখ্যাতত্ত্বে ২০২৬: দেখে নিন এই বছর কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সংখ্যাতত্ত্বে ২০২৬

  • দেখে নিন এই বছর কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement