TRENDING:

Christmas Short Travel : পকেটে মাত্র ১০০০ টাকা থাকলেই হবে, ঘুরে আসুন কালিম্পংয়ের এই 'স্বপ্ন' ডেস্টিনেশন থেকে! হোমস্টের জানলায় মেঘ এসে ধরা দেয় যখন তখন!

Last Updated:

এই অঞ্চলে বিভিন্ন ধরনের অর্কিড, রডোডেনড্রন, এবং নানা ওষধি গাছ দেখা যায়, সঙ্গে রয়েছে নানা ধরনের পাহাড়ি ফুলের সমারোহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পং: বাংলার পর্যটনে এখনও সেভাবে উঠে আসেনি এই ছোট্ট পাহাড়ি গ্রাম। তবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ডুকা ভ্যালি । প্রকৃতির কোলে গড়ে উঠেছে ডুকা ভ্যালি । স্থানীয় একটি জলপ্রপাতের নামে জায়গাটির নাম। ডুকায় রয়েছে লেপচা জাতির ঐতিহাসিক নানা নিদর্শন। চারদিক থেকে নৈসর্গিক দৃশ্য যেন ঘিরে ধরেছে উপত্যকাটিকে।এমন নির্জন, নিরিবিলি স্থানে গিয়ে দিন দুয়েক অনায়াসে কাটিয়েই আসতে পারেন। সবুজে ঘেরা চারদিক। দু দিকে চোখ গেলেই চেখে পড়বে একেকটা পাহাড়ের রেঞ্জ। আর কত নাম না জানা গাছ।
advertisement

পাহাড়, উপত্যকা, ঝর্নায় ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম কালিম্পংয়ের ডুকা ভ্যালি। পাশাপাশি চোখে পড়বে ঝুম চাষের অপূর্ব সব দৃশ্য। পাহাড়ি পরিবেশে শোনা যাবে ঝিঁঝিঁপোকার ডাক। মনোরম সব দৃশ্য দেখতে ইতিমধ্যেই পর্যটকেরা এক-পা দু-পা ফেলতে শুরু করেছেন এই গ্রামে। ডুকা ভ্যালি ট্রেকিংয়ের জন্য একটি আদর্শ জায়গা। এই ভ্যালিতে বিভিন্ন দূরত্বের ট্রেকিংয়ের রাস্তা রয়েছে। এখানে বেশ কিছু ছোট ছোট জলপ্রপাত রয়েছে। এই জলপ্রপাতগুলি পর্যটকদের কাছে এক অন্যতম জনপ্রিয় আকর্ষণ।এছাড়াও ডুকা ভ্যালির স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তাদের জীবনযাত্রা, পোশাক, এবং খাবার পর্যটকদের জন্য এক আকর্ষণ।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এই অঞ্চলে বিভিন্ন ধরনের অর্কিড, রডোডেনড্রন, এবং নানা ওষধি গাছ দেখা যায়, সঙ্গে রয়েছে নানা ধরনের পাহাড়ি ফুলের সমারোহ। এ ছাড়া, নানা প্রজাতির পাখির দেখা মেলে।শিলিগুড়ি থেকে ডুকা ভ্যালির দূরত্ব মাত্র ৪৮ কিমি। এই জায়গায় শেয়ার গাড়ি খুব কমই যায়। আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। তাই যাওয়ার আগে বাড়ি থেকে রিসর্ট বুকিং করে তবেই যাওয়া শ্রেয়।

advertisement

View More

আরও পড়ুনMangsho Pitha: বিদেশের ‘বারবিকউ’-র টেস্ট ভুলে যাবেন এই দেশি ‘মাংস-পিঠে’ খেলে! শীতে পাতা পোড়ানো মাংসের স্বাদ যেন অমৃত

দিন দুয়েক থাকলে ডুকা ভ্যালি থেকেই ঘুরে আসতে পারেন লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা, মারুনগাঁওয়ের মতো জায়গাগুলি।ডুকা ভ্যালিতে জনপ্রতি দিনে খরচ ১২০০-১৩০০ টাকা। কটেজে থাকলে খরচ ১৪০০ টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধের স্ন্যাকস এই প্যাকেজের মধ্যেই থাকছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Christmas Short Travel : পকেটে মাত্র ১০০০ টাকা থাকলেই হবে, ঘুরে আসুন কালিম্পংয়ের এই 'স্বপ্ন' ডেস্টিনেশন থেকে! হোমস্টের জানলায় মেঘ এসে ধরা দেয় যখন তখন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল