পাহাড়, উপত্যকা, ঝর্নায় ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম কালিম্পংয়ের ডুকা ভ্যালি। পাশাপাশি চোখে পড়বে ঝুম চাষের অপূর্ব সব দৃশ্য। পাহাড়ি পরিবেশে শোনা যাবে ঝিঁঝিঁপোকার ডাক। মনোরম সব দৃশ্য দেখতে ইতিমধ্যেই পর্যটকেরা এক-পা দু-পা ফেলতে শুরু করেছেন এই গ্রামে। ডুকা ভ্যালি ট্রেকিংয়ের জন্য একটি আদর্শ জায়গা। এই ভ্যালিতে বিভিন্ন দূরত্বের ট্রেকিংয়ের রাস্তা রয়েছে। এখানে বেশ কিছু ছোট ছোট জলপ্রপাত রয়েছে। এই জলপ্রপাতগুলি পর্যটকদের কাছে এক অন্যতম জনপ্রিয় আকর্ষণ।এছাড়াও ডুকা ভ্যালির স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তাদের জীবনযাত্রা, পোশাক, এবং খাবার পর্যটকদের জন্য এক আকর্ষণ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এই অঞ্চলে বিভিন্ন ধরনের অর্কিড, রডোডেনড্রন, এবং নানা ওষধি গাছ দেখা যায়, সঙ্গে রয়েছে নানা ধরনের পাহাড়ি ফুলের সমারোহ। এ ছাড়া, নানা প্রজাতির পাখির দেখা মেলে।শিলিগুড়ি থেকে ডুকা ভ্যালির দূরত্ব মাত্র ৪৮ কিমি। এই জায়গায় শেয়ার গাড়ি খুব কমই যায়। আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। তাই যাওয়ার আগে বাড়ি থেকে রিসর্ট বুকিং করে তবেই যাওয়া শ্রেয়।
দিন দুয়েক থাকলে ডুকা ভ্যালি থেকেই ঘুরে আসতে পারেন লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা, মারুনগাঁওয়ের মতো জায়গাগুলি।ডুকা ভ্যালিতে জনপ্রতি দিনে খরচ ১২০০-১৩০০ টাকা। কটেজে থাকলে খরচ ১৪০০ টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধের স্ন্যাকস এই প্যাকেজের মধ্যেই থাকছে।
অনির্বাণ রায়





