TRENDING:

Christmas 2024 Trip: সদ্য স্থান পেয়েছে পর্যটন মানচিত্রে, রিশপের খুব কাছে এই অভূতপূর্ব ছোট্ট গ্রাম, বড়দিনে ঘুরে আসুন

Last Updated:

Christmas 2024 Trip: পর্যটন মানচিত্রে জেগে উঠেছে। সেকারণে পর্যটকদের ভিড় একেবারেই নেই। একটি মাত্র হোমস্টে রয়েছে সেখানে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পংঃ বড়দিনের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসা যায় কাছেপিেঠর একাধিক লোকেশন থেকে। আর উত্তরবঙ্গ হলে তো কথাই নেই। বাঙালির সবসময়ের পছন্দের জায়গা উত্তরবঙ্গ। দার্জিলিং কালিম্পং না গিয়ে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের কাছে মারিয়াবস্তি থেকে। একেবারে অচেনা একটা জায়গা অচেনা নাম।
advertisement

কালিম্পং হয়েই যেতে হয় জনপ্রিয় পর্যটনকেন্দ্র রিশপ। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। একটা সময়ে রিশপ বেশ ফাঁকা ফাঁকা ছিল। এখন হোমস্টে আর হোটেলে ঠাসা। পর্যটকের ভিড়ে রিশপ সেই মাধুর্য অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন অন্য কোথাও যেতে চাইছেন পর্যটকরা। তাঁদের জন্য সেরা জায়গা রিশপের কাছেই মারিয়া বস্তি। একেবারে অফবিট একটি লোকেশন এটি।

advertisement

আরও পড়ুনঃ হালকা শীতে বেড়ানোর জন্য অন্য স্বাদের জায়গা খুঁজছেন? তাহলে এই ঠিকানা আপনার জন্যই, রইল বিস্তারিত

সদ্য পর্যটন মানচিত্রে জেগে উঠেছে। সেকারণে পর্যটকদের ভিড় একেবারেই নেই। একটি মাত্র হোমস্টে রয়েছে সেখানে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়, যা রিশপের থেকে কোনও অংশে কম সুন্দর নয় সেই ভিউ। অসাধারণ এখানকার সৌন্দর্য। একেবারে ছিমছাম পরিবেশ। সোজা গাড়ি নিয়ে হোমস্টে পর্যন্ত চলে আসা যায়।

advertisement

আরও পড়ুনঃ বিয়ের কিছুদিনেই সঙ্গীর সঙ্গে মিলনে অনীহা? কীভাবে বজায় রাখবেন সম্পর্কের উষ্ণতা, রইল দারুণ টোটকা

রাতের সৌন্দর্যও অন্যরকম। হোমস্টের সামনে বার-বি-কিউ করার ব্যবস্থা রয়েছে। এখানে সানসেট ভিউ অসাধারণ। অন্ধকার নামলেই আলো ঝলমল করে ওঠে হোমস্টে চত্ত্বর। তার সঙ্গে দূরের পাহাড়ের আলো ছলমলে পাহাড়। সঙ্গে ক্যাম্প ফায়ার আর বার্বিকিউ। অসাধারণ সেই সৌন্দর্য। এখানে আসতে হলে আগে আপনাকে ট্রেনে করে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা প্লেনে বাগডোগরা। এবার সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে আসতে পারেন মারিয়াবস্তি। অথবা শেয়ার গাড়িতে আসুন রিশপ পর্যন্ত। সেখান থেকে হোমস্টে-কে বলে রাখলেই তারা গাড়ি পাঠিয়ে দেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Christmas 2024 Trip: সদ্য স্থান পেয়েছে পর্যটন মানচিত্রে, রিশপের খুব কাছে এই অভূতপূর্ব ছোট্ট গ্রাম, বড়দিনে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল