কথাতেই আছে যে রাঁধে সে চুলও বাঁধে। এ যেন সত্যি হল বাস্তবেও। সংসার চালানোর পাশাপাশি নিজের শৌখিনতা ধরে রাখতে দিন রাত পরিশ্রম করে তৈরি করছেন ক্লে দিয়ে রকমারি ডিজাইনের অলঙ্কার। তবে শুধুমাত্র ফল বা ফুলই নয়, ক্রেতাদের চাহিদা মতন পছন্দের অলঙ্কার তৈরি ও বিক্রি করে সাবলম্বীর পথ দেখাচ্ছেন বালুরঘাট শহরের সৃজনী সংঘ এলাকার শিল্পী নন্দিতা গুহ রায়।
advertisement
এ বিষয়ে শিল্পী নন্দিতা দেবী জানান, “ছোট থেকে আঁকার প্রতি যথেষ্ঠই ঝোঁক ছিল তাঁর। তাই এই কাজে সে নিজেকে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে সে এই ধরনের কাজ আরও বেশি করে করতে চায়। এই বসন্তে তাঁর তৈরি ক্লে দিয়ে অলংকার বালুরঘাট শহরজুড়ে বেশ চাহিদা রয়েছে। তাই আগামী দিনে এক ভিন্নধর্মী শিল্প প্রতিভার নৈপুণ্য জনসমক্ষে তুলে ধরবে বলে জানায় নন্দিতা দেবী।”
বর্তমানে এই ধরনের অলঙ্কারের চাহিদা বেড়ে যাওয়ার ফলে যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সেই কারণে নন্দিতা দেবীর বরাত পাওয়া অলঙ্কার গুলো সঠিক সময়ে দেবার জন্য ইতিমধ্যে রাত দিন এক করে সম্পন্ন করবার কাজ শুরু করেছেন তিনি।
আরও পড়ুন-সিসি ক্যামেরা লাগাতে দেওয়াল বেয়ে তেল পড়া বন্ধ হল এই বাড়িতে, শেষে যা দেখা গেল…
চলতি বছর বসন্ত উৎসব উপলক্ষে পলাশ ফুল-সহ নানারকম ডিজাইনের আদলের এই অলঙ্কার একটু ভিন্ন ধরনের। যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের।এমনকি, সচরাচর বালুরঘাটে দেখা যায় না বললেই চলে। সে কারণেই এই বসন্ত উৎসবে নন্দিতা দেবীর হাতে তৈরি অলঙ্কারের প্রতি আকর্ষণ হয়েছে সকলের।
সুস্মিতা গোস্বামী





