TRENDING:

Divorced Women : ব্যর্থতার হতাশায় কান্নাকাটি নয়, বিয়ে ভাঙার পর আজ মহিলারা নতুন করে সংসার বাঁধতেই আগ্রহী

Last Updated:

ডিভোর্সের সব দোষ এখন মেয়েদের ঘাড়ে এসে পড়ে না (divorced women)৷ এমনকি, ডিভোর্স হয়েছে বলে ভেঙে না পড়ে অনেক মেয়েই নতুন করে জীবন আবার শুরু করতে চান (moving on after divorce)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভালবাসা, বিশ্বাস এবং সহমর্মিতর উপর দাঁড়িয়ে থাকে দাম্পত্যের সম্পর্ক৷ যখন একজন সঙ্গী এই শৃঙ্খল থেকে বিচ্যুত হন, সম্পর্কে ফাটল দেখা দেয়৷ অনেক সময়েই বিশ্বাসভঙ্গতার পরিণাম হয় ডিভোর্স (divorce)৷ কয়েক বছর আগেও ডিভোর্সি মহিলার দিকে সমাজের বক্রোক্তি ও বাঁকা নজরে অভাব ছিল না৷ এখন অবশ্য ছবিটা অনেক পাল্টেছে৷ ডিভোর্সের সব দোষ এখন মেয়েদের ঘাড়ে এসে পড়ে না (divorced women)৷ এমনকি, ডিভোর্স হয়েছে বলে ভেঙে না পড়ে অনেক মেয়েই নতুন করে জীবন আবার শুরু করতে চান (moving on after divorce)৷
advertisement

আরও পড়ুন : সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...

সম্প্রতি একটি ডেটিং অ্যাপের সমীক্ষা বলছে, বিচ্ছেদের ৫৫ শতাংশ-এর বেশি মহিলা আবার নতুন সম্পর্কে উৎসাহী হন৷ সমীক্ষা বলছে তাঁরা পুরনো ক্ষত ভুলে নতুন করে জীবনকে সাজিয়ে তুলতে চান৷ জীবনের পথে চলতে চলতে যা কিছু নতুন ও রোমাঞ্চকর, তার স্বাদ গ্রহণ করতে ভয় পান না৷ বিগত সম্পর্কের মন্দলাগাকে ফেলে দিতে চান বাড়তি পিছুটানের মতোই৷ অন্য দিকে, কিছু মহিলা অবশ্য বিয়ে ভাঙার পর নতুন করে আর কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে চান না৷ বাকি জীবন কাটিয়ে দিতে চান একাই৷ মোদ্দা কথা হল, যেখানে নিজের মানসিক আনন্দ, সেটাই বেছে নেওয়ার সাহস আজকাল রাখেন মহিলারা৷

advertisement

আরও পড়ুন : শীতকাল আসতে না আসতেই ঘরে ঘরে অসুস্থতা, রেহাই পেতে সঙ্গী করুন মুশকিল আসান কমলালেবুকে

মানবসম্পর্ক নিয়ে নামী পত্রিকা ‘কাপল অ্যান্ড ফ্যামিলি সাইকোলজি’-তে প্রকাশিত নিবন্ধে ডিভোর্সের জন্য মূলত দায়ী করা হয়েছে স্বামী স্ত্রী মধ্যে যোগাযোগে অভাবকে৷ এছাড়াও পরকীয়া, সামঞ্জস্যের অভাব, সুরা বা মাদকে আসক্তির মতো কারণও সেখানে উঠে এসেছে৷ স্বামী স্ত্রী মধ্যে স্বাচ্ছন্দ্যের অভাবকেও দায়ী করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন : ডায়েটে থাকুক এই খাবারগুলি, প্রসাধনী ছাড়াই নতুন বছরে ঝলমল করবে ত্বক

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মনোবিদ শ্বেতা শর্মা মনে করেন, ব্যর্থ সম্পর্ক নিয়ে কান্নাকাটি না করে নতুন কিছু শুরু করাই শ্রেয়৷ কারণ আপনি নিজেও নিজেকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন৷ নতুন সম্পর্ক বা দাম্পত্য নিয়ে নতুন দায়িত্ববোধ৷ ফলে হতাশা, উদ্বেগ দূর হয়ে গিয়ে জীবনে ফিরে আসে সদর্থক ছন্দ৷ যা আদতে একজন মহিলাকে আবেগপ্রবণতার দিক থেকে অনেক শক্ত করে তোলে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Divorced Women : ব্যর্থতার হতাশায় কান্নাকাটি নয়, বিয়ে ভাঙার পর আজ মহিলারা নতুন করে সংসার বাঁধতেই আগ্রহী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল