আরও পড়ুন : সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...
সম্প্রতি একটি ডেটিং অ্যাপের সমীক্ষা বলছে, বিচ্ছেদের ৫৫ শতাংশ-এর বেশি মহিলা আবার নতুন সম্পর্কে উৎসাহী হন৷ সমীক্ষা বলছে তাঁরা পুরনো ক্ষত ভুলে নতুন করে জীবনকে সাজিয়ে তুলতে চান৷ জীবনের পথে চলতে চলতে যা কিছু নতুন ও রোমাঞ্চকর, তার স্বাদ গ্রহণ করতে ভয় পান না৷ বিগত সম্পর্কের মন্দলাগাকে ফেলে দিতে চান বাড়তি পিছুটানের মতোই৷ অন্য দিকে, কিছু মহিলা অবশ্য বিয়ে ভাঙার পর নতুন করে আর কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে চান না৷ বাকি জীবন কাটিয়ে দিতে চান একাই৷ মোদ্দা কথা হল, যেখানে নিজের মানসিক আনন্দ, সেটাই বেছে নেওয়ার সাহস আজকাল রাখেন মহিলারা৷
advertisement
আরও পড়ুন : শীতকাল আসতে না আসতেই ঘরে ঘরে অসুস্থতা, রেহাই পেতে সঙ্গী করুন মুশকিল আসান কমলালেবুকে
মানবসম্পর্ক নিয়ে নামী পত্রিকা ‘কাপল অ্যান্ড ফ্যামিলি সাইকোলজি’-তে প্রকাশিত নিবন্ধে ডিভোর্সের জন্য মূলত দায়ী করা হয়েছে স্বামী স্ত্রী মধ্যে যোগাযোগে অভাবকে৷ এছাড়াও পরকীয়া, সামঞ্জস্যের অভাব, সুরা বা মাদকে আসক্তির মতো কারণও সেখানে উঠে এসেছে৷ স্বামী স্ত্রী মধ্যে স্বাচ্ছন্দ্যের অভাবকেও দায়ী করা হয়েছে৷
আরও পড়ুন : ডায়েটে থাকুক এই খাবারগুলি, প্রসাধনী ছাড়াই নতুন বছরে ঝলমল করবে ত্বক
মনোবিদ শ্বেতা শর্মা মনে করেন, ব্যর্থ সম্পর্ক নিয়ে কান্নাকাটি না করে নতুন কিছু শুরু করাই শ্রেয়৷ কারণ আপনি নিজেও নিজেকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন৷ নতুন সম্পর্ক বা দাম্পত্য নিয়ে নতুন দায়িত্ববোধ৷ ফলে হতাশা, উদ্বেগ দূর হয়ে গিয়ে জীবনে ফিরে আসে সদর্থক ছন্দ৷ যা আদতে একজন মহিলাকে আবেগপ্রবণতার দিক থেকে অনেক শক্ত করে তোলে৷