একে জ্বর, সর্দিকাশিতে রক্ষে নেই৷ ওমিক্রন দোসর৷ এ বার ঠান্ডা পড়তে না পড়তেই ঘরে ঘরে অসুস্থতা৷ কোথাও ইনফ্লুয়েঞ্জা, তো কোথাও করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের দাপট৷ এই পরিস্থিতিতে আরও একবার উঠে এসেছে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রসঙ্গ৷ ইমিউনিটি পাওয়ার বাড়াতে কমলালেবু জুড়িহীন (health benefits of oranges)৷