TRENDING:

West Bengal Weather Update: আগামিকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন, বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

West Bengal Weather Update: আজ, মঙ্গলবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবার বঙ্গে বৃষ্টি। ওই দিন রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং-এর উপরের অংশে আবারও তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং পূবালি হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে রাজ্যে। পাশাপাশি আগামিকাল, বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather Update) ৷
advertisement

আজ, মঙ্গলবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। বুধবার থেকে পূবালি হওয়ার প্রভাব বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হওয়ার সংঘাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটে পাকাপাকি জায়গা করে নিতে হলে বলের গতি বাড়াতে হবে...রবি, রাজদের পরামর্শ অ্যামব্রোজের

advertisement

কলকাতায় আজ, মঙ্গলবার সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। কাল, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার থেকে পূবালি হাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি নিচে। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

advertisement

আরও পড়ুন-ত্রিপুরায় ঘর ওয়াপসি, কংগ্রেসে ফিরলেন সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার। সকালে হালকা কুয়াশা থাকলেও দিনভর শুষ্ক আবহাওয়া। কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার আংশিক মেঘলা আকাশ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলাতেই রয়েছে আসল 'স্টার অফ ইন্ডিয়া', কোথায় অবস্থিত! কেন তৈরি এই তোরণ জানেন?
আরও দেখুন

উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা। দার্জিলিং-এর কিছু এলাকা যেমন সান্দাকাফু, ধোত্রে, ফালুট, চটকপুরের মত জায়গাতে হালকা তুষারপাত ৷ হতে পারে গ্রাউন্ড ফ্রস্ট। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি চলবে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এর সঙ্গে উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি চলবে তার পরেও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: আগামিকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন, বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল