সকালে শীতের আমেজ আরও বাড়ল বাংলায়। চার জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে। শ্রীনিকেতনে পারদ ১৮° ছুঁল। শুষ্ক আবহাওয়ার শুরু বঙ্গে। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। গত তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি নেমে গেল। সকালের শীতের আমেজ আরও একটু বাড়ল। এরকম পরিস্থিতি থাকবে আগামী এক সপ্তাহ।
advertisement
আরও পড়ুন: 'এত বড়, সত্যি?', দিঘায় পেল্লাই সাইজের এক ইলিশ! ওজন আর দাম কত জানেন?
উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এর হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পর বুধবার থেকে দার্জিলিং এর তাপমাত্রা ৮ ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। শুষ্ক ও শীতল আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটও বাড়বে।
আরও পড়ুন: স্বস্তির জায়গাতেই প্রকট অস্বস্তি, বড় ভাঙন BJP-তে! পুরভোটের আগেই TMC-র উচ্ছ্বাস
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে। গত বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সেই তাপমাত্রা নেমে এল ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের ৩° বেশি তাপমাত্রা ছিল যা রবিবার সকালে স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে নেমে এল। ৪ দিনে রাতের তাপমাত্রা ৪° কমলো। সকালের দিকে মনোরম পরিবেশ। এরকমই পরিবেশ থাকবে আগামী এক সপ্তাহ।
আরও পড়ুন: BJP-র 'পুরস্কারেও' অনড়, জল্পনা সত্যি করে আজই অভিষেকের হাত ধরে তৃণমূলে রাজীব?
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৮৮ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।