Rajib Banerjee: BJP-র 'পুরস্কারেও' অনড়, জল্পনা সত্যি করে আজই অভিষেকের হাত ধরে তৃণমূলে রাজীব?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rajib Banerjee: তৃণমূলের অন্দরে গুঞ্জন, রবিবার ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তৃণমূলে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
#আগরতলা: ছিলেন এ রাজ্যের মন্ত্রী, শাসক দলের একদা দাপুটে নেতা। কিন্তু বিধানসভা ভোটের আগে সেই দাপুটে নেতাই নাম লিখিয়েছিলেন BJP-তে। ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকেই পুরনো দলের কাছে হেরে যান তিনি। তারপর থেকেই ফের তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন বলে গুঞ্জন। কিন্তু আপত্তি উঠছিল দলের অন্দরেই। শেষমেশ সেই অপেক্ষা শেষ হতে চলেছে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। তৃণমূলে সূত্রে খবর, পুরনো দলে রাজীবের ফিরে আসাটা এ রাজ্যে হচ্ছে না। তা হতে চলেছে তৃণমূলের নতুন টার্গেট ত্রিপুরায়। শাসক দলের অন্দরে গুঞ্জন, রবিবার ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তৃণমূলে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ টানাপোড়েনের পর আজ, রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনেই সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছনোর অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে বেসুরো রাজীব। দলের সঙ্গে তাঁর যেমন কোনও যোগাযোগও নেই, তেমনি নানা সময় তাঁর ফেসবুক পোস্ট বরং গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। তা সত্ত্বেও এহেন রাজীবকেই সম্প্রতি বিজেপি-র জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। এই প্রেক্ষাপটে স্বভাবতই রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল, বিজেপি-র বিড়ম্বনা আরও বাড়িয়ে রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তন কবে?
advertisement
advertisement
তৃণমূল সূত্রে খবর, সেই দিনটি হতে চলেছে রবিবারই। যদিও তৃণমূলের যোগদানের সম্ভাবনা প্রকাশ্যে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি আমার ব্যক্তিগত কাজ ত্রিপুরায় এসেছি। ত্রিপুরায় আমার অনেক আত্মীয়-স্বজন রয়েছেন। সেই সূত্রেই একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছি।’ প্রসঙ্গত, তৃণমূল যখন ত্রিপুরায় ফের সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেছে, তখনও রাজীবকে দেখা গিয়েছিল আগরতলায়। মন্দিরে পুজোও দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ও জল্পনা তৈরি হয়েছিল তাঁকে ঘিরে।
advertisement
বিধানসভা ভোটে BJP এ রাজ্যে বড়সড় ধাক্কা খাওয়ার পর থেকেই বেসুরো হয়েছেন রাজীব। তৃণমূলের একাধিক নেতার বাড়িতে যেতে দেখা গিয়েছে তাঁকে। কখনও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, আবার কখনও তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতেও দেখা মিলেছে রাজীবের। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অকুণ্ঠ প্রশংসাও করে গিয়েছেন তিনি। এত সত্ত্বেও রাজীবকে বিজেপির কর্মসমিতির আমন্ত্রিত সদস্য হিসাবে জায়গা দেওয়া হয় কিছুদিন আগেই। কিন্তু সম্ভবত সেই 'পুরস্কারও' রাজ্যের প্রাক্তন বনমন্ত্রীকে খুশি করতে পারেনি। কিছুদিন আগেও তাই রাজীবকে নিয়ে জল্পনা উস্কে ছিল। তৃণমূলের একটা বড় অংশই বলছে, সেই জল্পনার সমাপ্তি হতে চলেছে সম্ভবত আজই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2021 8:28 AM IST