BJP Bengal: জেলা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কলকাতার দিকে-দিকে পোস্টার! বিড়ম্বনায় BJP
- Published by:Suman Biswas
Last Updated:
BJP Bengal: এর আগে বিধানসভার প্রার্থীকে হুমকি দেওয়া থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ উঠেছিল দক্ষিণ কলকাতা বিজেপি সভাপতি শংকর শিকদারের বিরুদ্ধে। এবার সেটা প্রকাশ্যে চলে এল।
#কলকাতা: দক্ষিণ কলকাতা জেলার BJP-র অন্তর্কোন্দল প্রকাশ্য রাস্তায় চলে এল। বহুদিন ধরেই দক্ষিণ কলকাতা জেলায় জেলা সভাপতিকে নিয়ে অসন্তোষ ছিল দলের মধ্যে। এর আগে বিধানসভার প্রার্থীকে হুমকি দেওয়া থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ উঠেছিল শংকর শিকদারের বিরুদ্ধে। এবার সেটা প্রকাশ্যে চলে এল।
শনিবার ভোরবেলা থেকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়ে, আলিপুর ন্যাশনাল লাইব্রেরির দেওয়ালে এবং সামনে বড় বড় পোস্টার পড়েছে। সেই পোস্টারে অভিযোগ করা হয়েছে আসন্ন কলকাতা কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে আর্থিক তছরুপ করছে দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শংকর শিকদার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
শনিবার বিকেলে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়াম হলে বিজেপির ভোট পরবর্তী সাংগঠনিক আলোচনার কর্মসূচি রয়েছে। সেই আলোচনায় যোগ দিতে আসবেন রাজ্যে নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে আসবেন সর্বভারতীয় বিজেপির সহ - সভাপতি দিলীপ ঘোষ। আর সেই কারণেই ন্যাশনাল লাইব্রেরিতে ঢোকার মুখে বড় বড় করে ফেস্টুন লাগিয়ে দিয়েছে বিরোধী গোষ্ঠীর লোকজন। শংকর বাবু একবারও অন্য কোন রাজনৈতিক দলের নাম করেননি। তিনি নিজের দলের লোকদের দিকেই আঙ্গুল তুলেছেন সর্বদা। এই বিষয়ে শংকর শিকদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''যারা গত বিধানসভা নির্বাচনে টিকিট চেয়ে পায়নি কিংবা যারা দল ছেড়ে চলে গেছেন, তারাই এই বদনাম করছে।''
advertisement
তিনি এও জানান, তাঁর বিরুদ্ধে কোন আর্থিক তছরুপের প্রমাণ নিয়ে আসুক কেউ। তাতে দল যা শাস্তি দেবে তিনি সেটা মেনে নেবেন। একদিকে রাজ্যে উপনির্বাচন চলছে অন্যদিকে বিজেপির ভিত নড়ছে। এমন সময় এই ধরনের ফেস্টুন ঘিরে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফেস্টুন যদি দলের কেউ লাগিয়ে থাকে, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2021 3:50 PM IST