Hilsa: 'এত বড়, সত্যি?', দিঘায় পেল্লাই সাইজের এক ইলিশ! ওজন আর দাম কত জানেন?

Last Updated:
Hilsa: এক-দুই নয়, এবার চার কেজি ওজনের এক ইলিশ ধরা পড়ল দিঘার সমুদ্রে।
1/6
ইলিশ মানেই বাঙালির কাছে এক চিরন্তন স্বাদ। ইলিশ ভাজা, ভাপা থেকে সর্ষে ইলিশ- এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়। ইলিশের প্রতি পদেই যেন বাঙালির জিভে জল। আর সেই ইলিশ যদি হয় কয়েক কেজি ওজনের, তাহলে তো কথাই নেই। এবার তেমনই ইলিশের দেখা মিলল দিঘায়।
ইলিশ মানেই বাঙালির কাছে এক চিরন্তন স্বাদ। ইলিশ ভাজা, ভাপা থেকে সর্ষে ইলিশ- এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়। ইলিশের প্রতি পদেই যেন বাঙালির জিভে জল। আর সেই ইলিশ যদি হয় কয়েক কেজি ওজনের, তাহলে তো কথাই নেই। এবার তেমনই ইলিশের দেখা মিলল দিঘায়।
advertisement
2/6
এমনিতেই বড় ইলিশের স্বাদে পাগল বাঙালি। আর সেই মাছ যদি মেলে দিঘাতেই, তাহলে তো কথাই নেই। এক-দুই নয়, এবার চার কেজি ওজনের এক ইলিশ ধরা পড়ল দিঘার সমুদ্রে।
এমনিতেই বড় ইলিশের স্বাদে পাগল বাঙালি। আর সেই মাছ যদি মেলে দিঘাতেই, তাহলে তো কথাই নেই। এক-দুই নয়, এবার চার কেজি ওজনের এক ইলিশ ধরা পড়ল দিঘার সমুদ্রে।
advertisement
3/6
চকচকে রুপোর মতো গোটা শরীর। মাছটি মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ২ ফুট লম্বা। অন্যান্য ইলিশ মাছের সঙ্গেই এই ইলিশ মাছটিও আসে দিঘা মোহনায়। তবে মাছটির আকার আয়তন দেখেই সকলের তাক লেগে যায়।
চকচকে রুপোর মতো গোটা শরীর। মাছটি মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ২ ফুট লম্বা। অন্যান্য ইলিশ মাছের সঙ্গেই এই ইলিশ মাছটিও আসে দিঘা মোহনায়। তবে মাছটির আকার আয়তন দেখেই সকলের তাক লেগে যায়।
advertisement
4/6
স্বাভাবিক ভাবেই ওই মাছটি দেখতে ভিড় জমে যায় গোটা এলাকায়। দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকদেরও অনেকে ছুটে আসেন সেখানে। যদিও এই ইলিশ মাছ কেনার সাধ্য অনেকের ছিল না। তাই মোবাইলে ছবি তুলে নিয়ে ক্ষান্ত থাকতে হয় অনেককে।
স্বাভাবিক ভাবেই ওই মাছটি দেখতে ভিড় জমে যায় গোটা এলাকায়। দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকদেরও অনেকে ছুটে আসেন সেখানে। যদিও এই ইলিশ মাছ কেনার সাধ্য অনেকের ছিল না। তাই মোবাইলে ছবি তুলে নিয়ে ক্ষান্ত থাকতে হয় অনেককে।
advertisement
5/6
কত দাম পড়েছে ইলিশটির? স্থানীয় মৎস্যজীবীরা জানাচ্ছেন, এর থেকেও বড় ইলিশ ধরা পড়েছে দিঘায়। কিন্তু সম্প্রতি এত বড় ইলিশ চোখে পড়েনি। দিঘার মাছ বাজারের আড়ৎদার সুকান্ত মণ্ডল জানিয়েছেন, এই ইলিশটি প্রায় ৪ কেজি ওজনের। তিনিই জানান, মাছটির যা সাইজ, তাতে ১২ হাজার টাকায় বিক্রি হতে পারে।
কত দাম পড়েছে ইলিশটির? স্থানীয় মৎস্যজীবীরা জানাচ্ছেন, এর থেকেও বড় ইলিশ ধরা পড়েছে দিঘায়। কিন্তু সম্প্রতি এত বড় ইলিশ চোখে পড়েনি। দিঘার মাছ বাজারের আড়ৎদার সুকান্ত মণ্ডল জানিয়েছেন, এই ইলিশটি প্রায় ৪ কেজি ওজনের। তিনিই জানান, মাছটির যা সাইজ, তাতে ১২ হাজার টাকায় বিক্রি হতে পারে।
advertisement
6/6
এর আগে সাড়ে ৫ কেজি সাইজের ইলিশও মিলেছে দিঘার সমুদ্রে। এ বছর বাংলাদেশ থেকেও প্রচুর পরিমান ইলিশ আসছে। সেগুলির সাইজও যথেষ্টই ভালো।
এর আগে সাড়ে ৫ কেজি সাইজের ইলিশও মিলেছে দিঘার সমুদ্রে। এ বছর বাংলাদেশ থেকেও প্রচুর পরিমান ইলিশ আসছে। সেগুলির সাইজও যথেষ্টই ভালো।
advertisement
advertisement
advertisement