কত দাম পড়েছে ইলিশটির? স্থানীয় মৎস্যজীবীরা জানাচ্ছেন, এর থেকেও বড় ইলিশ ধরা পড়েছে দিঘায়। কিন্তু সম্প্রতি এত বড় ইলিশ চোখে পড়েনি। দিঘার মাছ বাজারের আড়ৎদার সুকান্ত মণ্ডল জানিয়েছেন, এই ইলিশটি প্রায় ৪ কেজি ওজনের। তিনিই জানান, মাছটির যা সাইজ, তাতে ১২ হাজার টাকায় বিক্রি হতে পারে।