বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান কি তা বোঝার জন্যই কমিশনের তরফে এই রিমাইন্ডার চিঠি বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন রাজ্য নির্বাচন কমিশনের কাছে এলেও তা কীভাবে মোতায়েন করা হবে তার সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। কমিশন সূত্রে খবর, বাকি ৪৮৫ কম্পানির সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান বুঝেই বাহিনী মোতায়নের পরিকল্পনা করবে কমিশন। তার জন্যই এই রিমাইন্ডার চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: ভোর চারটে, মালগাড়ির চালক তখন… বাঁকুড়ার ঘটনায় রেল যা জানাল, আতঙ্কে গায়ে কাঁটা দেবে
আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ, দুই পরগনাতেও বাজ ও বৃষ্টির সতর্কতা! জানুন
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টের রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত। এর পর ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর ও আধিকারিকরা এসেছিলেন কমিশনের অফিসে।
বাহিনী এলেও কোথায় তাদের রাখা হবে, কোথায় মোতায়েন করা হবে– এ ব্যাপারে এখনও কিছুই জানায়নি কমিশন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকেও তা স্পষ্ট করা হয়নি বলে জানা যাচ্ছে। এর জেরেই বাহিনীর আসার বিষয়ে বিলম্ব হচ্ছে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে যাওয়া বাহিনী রুট মার্চ শুরু করেছে বিভিন্ন জেলায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়