Train Accident: ভোর চারটে, মালগাড়ির চালক তখন... বাঁকুড়ার ঘটনায় রেল যা জানাল, আতঙ্কে গায়ে কাঁটা দেবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Train Accident: রেল সূত্রে খবর, মালগাড়িটির গতি ছিল প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টায়।
বাঁকুড়া: চালকের ভুল? নাকি ফের পয়েন্টে ত্রুটি? ওন্দাগ্রামে মালগাড়ি দুর্ঘটনার কারণ নিয়ে ধন্দ৷ যদিও দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রেলের ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, ‘চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা। মনে হচ্ছে, ওঁর চোখ লেগে এসেছিল। ভোর ৪ টের সময় মাঝে মাঝে ঘুম এসে যায়। তাই চালক সিগন্যাল দেখতে পাননি। সিগন্যাল লাল ছিল। পয়েন্ট লুপ লাইনের দিকে সেট করা ছিল। সেখানে অন্য মালগাড়ি দাঁড়িয়ে ছিল। পিছন থেকে সেই মালগাড়িটিতে ধাক্কা মারেন চালক।’
রেল সূত্রে খবর, মালগাড়িটির গতি ছিল প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টায়। ফলে তীব্র গতিতে মালগাড়ি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে। ক্ষতিগ্রস্ত হয়েছে মালগাড়ির ইঞ্জিন। আপাতত আপ লাইন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত করা হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
দুই মালগাড়ির সংঘর্ষের প্রচণ্ড শব্দে রবিবার সাতসকালে আঁতকে ওঠেন সকলে। দুর্ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। স্থানীয়েরাই এগিয়ে এসে চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাতও লেগেছে।
advertisement
আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রার ডিআরএম ও রেলের সিনিয়র ডিভিশনার সেফটি অফিসার দিবাকর মাঝি র্ঘটনাস্থলে গিয়েছেন। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন , ‘একটি গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে ছিল, আর একটি গাড়ি এসে তাতে ধাক্কা মেরেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে। কোথাও কোনও ত্রুটি নিশ্চয়ই ছিল। তা না হলে এটা হতে পারে না। আমাদের তরফে তদন্ত করে দেখা হবে।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 10:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: ভোর চারটে, মালগাড়ির চালক তখন... বাঁকুড়ার ঘটনায় রেল যা জানাল, আতঙ্কে গায়ে কাঁটা দেবে