TRENDING:

এনআরসি নোটিস পেয়েছেন...! কোচবিহারের সেই 'উত্তম ব্রজবাসী'কে দেখা যাবে একুশের মঞ্চে, বড় বার্তা দিতে তৈরি তৃণমূল

Last Updated:

TMC On NRC: কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সমাজের উত্তম ব্রজবাসীকে অসমের ফরেন ট্রাইব্যুনাল থেকে ধরানো হয়েছিল চিঠি। উত্তম ব্রজবাসী আগামিকাল, সোমবার ২১শে জুলাইয়ের বিশেষ দিনে উপস্থিতি থাকবেন ধর্মতলায় একুশের মঞ্চে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সমাজের উত্তম ব্রজবাসীকে অসমের ফরেন ট্রাইব্যুনাল থেকে ধরানো হয়েছিল চিঠি। উত্তম ব্রজবাসী আগামিকাল, সোমবার ২১শে জুলাইয়ের বিশেষ দিনে উপস্থিতি থাকবেন ধর্মতলায় একুশের মঞ্চে!
উত্তম ব্রজবাসী
উত্তম ব্রজবাসী
advertisement

২১ জুলাইয়ের শহিদ সমাবেশ উপলক্ষ্যে কলকাতায় দলে দলে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। সম্প্রতি বারবারই অভিযোগ উঠছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্তার শিকার হচ্ছেন। বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও আসছে অভিযোগ।

আরও পড়ুন: স্টেশনে বসে শান্তিতে মোবাইলে ‘ভিডিও’ দেখছিলেন যুবক…, হঠাৎ হাজির দুই Civic ভলেন্টিয়ার, মুহূর্তে যা ঘটল, ছুটে এল GRP, শিউরে উঠবেন শুনলেই!

advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই দিনহাটার সাদিয়াল কুঠিতে উত্তমবাবুর কাছে এসেছিল এনআরসি-র নোটিস। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছিল চাপানউতোর। ক্ষোভ উগরে দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার বাসিন্দা হওয়ার পরেও কী করে উত্তমের নাম এনআরসি-তে এল তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। উত্তমবাবুর দাবি, তিনি তো কোনওদিনই অসমে যাননি। শুধু তাই নয়, যাননি কোচবিহারেও।

advertisement

আরও পড়ুন: ‘দেখুন, ওরা আমাকে মারছে…!’ ২০ টাকার জলের বোতল নিয়ে প্রশ্ন করেছিলেন যুবক, পরমুহূর্তেই যা ঘটল, কাঁদতে কাঁদতে নামতে হল ট্রেন থেকে!

এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, উত্তম ব্রজবাসী অসমের বাসিন্দা। NRC ইস্যুতে তিনি দুজন আইনজীবী দাঁড় করিয়েছিলেন আদালতে। কোচবিহারে তাঁর অস্থায়ী বাড়ি। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, অসম সরকার কোচ রাজবংশীদের NRC-র তালিকা থেকে বাদ দিয়েছে। তিনি যে কোচ রাজবংশী সেটা আদালতে জানাননি উত্তমের আইনজীবীরা।

advertisement

আরও পড়ুন: বিছানায় সোফায় কুটকুট করে কামড়াচ্ছে ‘ছারপোকা’…? বংশ ‘ধ্বংস’ করুন তুড়িতে, শিখে নিন মোক্ষম ‘টোটকা’!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও এনআরসি ইস্যু, বাংলা ভাষা ও বাঙালিদের ‘অপমান’ নিয়ে ঝড় উঠবে বলেই ইঙ্গিত তৃণমূলের তরফে। সম্ভবত সেই প্রতিবাদে সামিল হতেই উত্তমকুমার ব্রজবাসীকে সোমবারের মঞ্চে দেখা যাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। সেই বার্তাই জোরালোভাবে দিতে চায় তৃণমূল। তাই এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশে তাঁর যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এনআরসি নোটিস পেয়েছেন...! কোচবিহারের সেই 'উত্তম ব্রজবাসী'কে দেখা যাবে একুশের মঞ্চে, বড় বার্তা দিতে তৈরি তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল