তাঁর বাড়িতে বিজয়া সম্মিলনীর একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, কালীঘাটে নিজের অফিসে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বন্দোপাধ্যায়। সাংসদ, বিধায়ক, একাধিক দফতরের মন্ত্রী সহ সাংগঠনিক পদাধিকারীদের সাথে আড্ডা, গল্প করেন অভিষেক। পুজোর ভীড় থেকে কোন মণ্ডপ কেমন লেগেছে, এমনকি নিজের ঠাকুর দেখতে বেরনোর অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। আগামী ১৩ অক্টোবর তিনি যাবেন আমতলা, নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারবাসীর সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করবেন।
advertisement
আরও পড়ুন উৎসবের সময় ইচ্ছাকৃত দুর্যোগের সৃষ্টির অভিযোগ, DVC বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার প্রস্তুতি তৃণমূলের
শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে অভিষেকের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়। কেউ দিলেন মিষ্টির হাঁড়ি, কেউ আবার অন্য কোনও উপহার। তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ঘনিষ্ঠ মহলে তিনি ডিভিসির জল ছাড়া নিয়ে বিজেপির সমালোচনা করেন।
এরপরই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিকভাবে তাদের হারানোর হুঁশিয়ারি দিয়ে বললেন, ”২০২৪-এ কিছুটা পরাজিত হয়েছে, যেটুকু বাকি আছে, ২০২৬-এ তাও হয়ে যাবে। ওরা বাংলা থেকে ভোট পায় না বলে এসব ষড়যন্ত্র করে।”