স্টেশনে বসে শান্তিতে মোবাইলে 'ভিডিও' দেখছিলেন যুবক..., হঠাৎ হাজির দুই Civic ভলেন্টিয়ার, মুহূর্তে যা ঘটল, ছুটে এল GRP, শিউরে উঠবেন শুনলেই!

Last Updated:
Civic Volunteers: স্টেশনে বসে শান্ত মনে মোবাইলে ভিডিও দেখছিলেন এক যুবক। হঠাৎই হাজির হল দুই সিভিক ভলেন্টিয়ার, তারপর যা ঘটল
1/8
স্টেশনে বসে শান্ত মনে মোবাইলে ভিডিও দেখছিলেন এক যুবক। হঠাৎই হাজির হল দুই সিভিক ভলেন্টিয়ার, তারপর যা ঘটল, তা রীতিমতো শিউরে ওঠার মতো। অভিযোগ, কোনও রকম প্ররোচনা ছাড়াই ওই যুবকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে সিভিকরা। AI Generated Representative Image
স্টেশনে বসে শান্ত মনে মোবাইলে ভিডিও দেখছিলেন এক যুবক। হঠাৎই হাজির হল দুই সিভিক ভলেন্টিয়ার, তারপর যা ঘটল, তা রীতিমতো শিউরে ওঠার মতো। অভিযোগ, কোনও রকম প্ররোচনা ছাড়াই ওই যুবকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে সিভিকরা। AI Generated Representative Image
advertisement
2/8
কেড়ে নেওয়া হয় তাঁর ফোন। তারপর প্ল্যাটফর্ম থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় স্টেশনের একটি ফাঁকা কোণে। অভিযোগ, সেখানেই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মার। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড! সেই মারেই হাতের আঙুল খোয়ালেন ২৪ বছরের যুবক আবদুল রহমান শেখ। AI Generated Representative Image
কেড়ে নেওয়া হয় তাঁর ফোন। তারপর প্ল্যাটফর্ম থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় স্টেশনের একটি ফাঁকা কোণে। অভিযোগ, সেখানেই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মার। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড! সেই মারেই হাতের আঙুল খোয়ালেন ২৪ বছরের যুবক আবদুল রহমান শেখ। AI Generated Representative Image
advertisement
3/8
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে। আবদুলের বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায়। তাঁর অভিযোগ,
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে। আবদুলের বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায়। তাঁর অভিযোগ, "আমি একা বসে ফোনে ভিডিও দেখছিলাম। তখন হঠাৎ দু’জন সিভিক পুলিশ এসে ফোনটা কেড়ে নেয়।" AI Generated Representative Image
advertisement
4/8
আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে টেনে নিয়ে যায় পাশে। ওখানে একটা কোলাপসিবেল গেঁটে হাত দিই, তখনই কিছু একটা ভারী জিনিস দিয়ে সজোরে মারে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করি, দেখি আঙুলের উপরের অংশটা নেই!
আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে টেনে নিয়ে যায় পাশে। ওখানে একটা কোলাপসিবেল গেঁটে হাত দিই, তখনই কিছু একটা ভারী জিনিস দিয়ে সজোরে মারে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করি, দেখি আঙুলের উপরের অংশটা নেই!
advertisement
5/8
চোখের পলকে রক্তে ভিজে যায় যুবকের হাত। স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছয় কালনা GRP-এর বিশাল পুলিশবাহিনী ও নাদনঘাট থানার পুলিশকর্মীরা।
চোখের পলকে রক্তে ভিজে যায় যুবকের হাত। স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছয় কালনা GRP-এর বিশাল পুলিশবাহিনী ও নাদনঘাট থানার পুলিশকর্মীরা।
advertisement
6/8
নাদনঘাট থানার আইসির তৎপরতায় রক্তাক্ত অবস্থায় আবদুলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। স্থানীয়দের ক্ষোভ, সিভিকরা দিনে দিনে মাথায় চড়েছে। সাধারণ মানুষকে অপমান, হেনস্থা, মারধর সব যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
নাদনঘাট থানার আইসির তৎপরতায় রক্তাক্ত অবস্থায় আবদুলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। স্থানীয়দের ক্ষোভ, সিভিকরা দিনে দিনে মাথায় চড়েছে। সাধারণ মানুষকে অপমান, হেনস্থা, মারধর সব যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
advertisement
7/8
কেউ কেউ বলছেন, পুলিশ তো সাহায্য করার জন্য, এখন ওরাই যদি এভাবে মানুষকে মারে, তবে কোথায় যাব আমরা? এদিকে এই ঘটনার পর থেকেই সমুদ্রগড় স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা ও সাধারণ মানুষ। যাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা উচিত, তাঁরাই যখন ‘দাদাগিরি’ শুরু করেন, তখন আশঙ্কা বাড়ে, এটাই বলছেন এলাকার বাসিন্দারা।
কেউ কেউ বলছেন, পুলিশ তো সাহায্য করার জন্য, এখন ওরাই যদি এভাবে মানুষকে মারে, তবে কোথায় যাব আমরা? এদিকে এই ঘটনার পর থেকেই সমুদ্রগড় স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা ও সাধারণ মানুষ। যাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা উচিত, তাঁরাই যখন ‘দাদাগিরি’ শুরু করেন, তখন আশঙ্কা বাড়ে, এটাই বলছেন এলাকার বাসিন্দারা।
advertisement
8/8
ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কালনা GRP সূত্রে জানা গিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সিভিকদের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একটি ফোন, একটি ভিডিও, আর তারপরই এমন এক নারকীয় পরিণতি! জনগণের প্রশ্ন, আর কত দিন চলবে এই সিভিকদের দাদাগিরি?বনোয়ারীলাল চৌধুরী
ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কালনা GRP সূত্রে জানা গিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সিভিকদের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একটি ফোন, একটি ভিডিও, আর তারপরই এমন এক নারকীয় পরিণতি! জনগণের প্রশ্ন, আর কত দিন চলবে এই সিভিকদের দাদাগিরি?
বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement